Thursday, November 13, 2025

ভারতীয় দল থেকে আরসিবি, নেতৃত্বে ছাড়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

Date:

Share post:

ভারতীয় দলের(Team India) অধিনায়কত্ব ছেড়েছেন। আইপিএলেও(IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(rcb) অধিনায়কত্ব ছেড়েছিলেন। বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত গুলো নিয়ে এখনও নানান কথাবার্তা হয়। এবার বিরাট নিজেই মুখ খুললেন। কেন তিনি অধিনায়কত্বের পদ থেকে সরে এসেছিলেন সেই কথাই সকলের সামনে আনলেন খোদ বিরাট(Virat Kohli)। নিজের খেলার দিকে মন দেওয়া এবং আনন্দে থাকার জন্যই ভারতীয় দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদ থেকে সরে এসেছিলেন এই তারকা ক্রিকেটার।

এবারের আইপিএলে(IPL) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের হয়েও ওডিআই এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ছিলেন দুর্ধর্ষ ফর্মে। অধিনায়ক থাকাকালীন শেষের দিকটা একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারছিলেন না বিরাট কোহলি(Virat Kohli)। তাঁকে নিয়ে যেমন প্রত্যাশার পারদটা চড়ছিল তেমনই চাপটাও বাড়ছিল বিরাট কোহলির ওপর। তাঁর খেলার ওপর প্রভাব পড়ছিল। তিনি একটু আনন্দের সঙ্গে খেলতে চেয়েছিলেন, আর সেটাই নেতৃত্ব থেকে সরে আসার পিছনে অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করছেন বিরাট কোহলি।

ময়ান্তি ল্যাঙ্গারের(Mayanti Langer) সঙ্গে একটি চ্যাট শোয়ে বিরাট কোহলি জানিয়েছেন, “আমার কখনোই মনে হয়নি যে আমার মনোযোগ সরে গিয়েছিল। আমি শুধু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম যে, কী করতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। সেই সময়টাই আমার কাছে সবচেয়ে কঠিন একটা পরিস্থিতি ছিল। সেই সময়ই আমি ঠিক করেছিলাম যদি আমাকে এই জায়গায় থাকতে হয় তবে সবার আগে খুশি থাকতে হবে। আমি একটা এমন জায়গায় থাকতে চেয়েছিলাম যেখানে আমায় কেউ জাজ করবে না”।

২০২১ সালে টি টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। এরপরই তাঁকে ভারতীয় দলের ওডিআই অধিনায়কের পদ থেকেও সরিয়ে দিয়েছিল বিসিসিআই। এক ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক না রাখার কথাই বলা হয়েছিল বোর্ডের তরফে। এরপর টেস্ট ফর্ম্যাট থেকে নিজেই অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া এবং দায়িত্ব থেকে সরানোর এই বিষয় নিয়ে জোর সমালোচনা হয়াছিল। বিতর্কও হয়েছিল প্রচূর। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...