Wednesday, May 7, 2025

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

Date:

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর (Operation Sindoor)৷ পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে (Indian army attacks terrorist base in Pakistan)। এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। বুধবার (৭মে) এই ডিসিশন স্ট্রাইক এর বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতেই শুরু হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশনে প্রথম টার্গেট করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদকে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুজাফফরাবাদ এবং তার আশপাশের এলাকায়। ভারতের মিসাইল হানার পরই পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরে তিনটি বড় বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মূল লক্ষ্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। সেইমতো লস্কর-ই-তৈবা এবং জইশ-ই মহম্মদের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে যায়।বুধবার (৭মে) এই ডিসিশন স্ট্রাইক এর বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version