Tuesday, November 4, 2025

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

Date:

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায়(Dharamshala) সেই ম্যাচ খেলতে নামবেন হার্দিক পান্ডিয়ারা(Hardik Pandya)। কিন্তু সেখানে তারা পৌঁছবে কেমনভাবে সেটা নিয়েই এখন খানিকটা চিন্তায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির(MI)। কারণ এই মুহূর্তে বেশ কয়েকটি বিমান বন্দর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকাতেই রয়েছে চন্ডীগড়ও। সেখানে নেমেই ধরমশালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(MI)।

কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা আলাদা। পাকিস্তানের মাটিতে পাল্টা প্রত্যাঘাত করার পরই জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব সংলগ্ন বিমান বন্দর গুলো আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই ধরমশালা পৌঁছনো নিয়ে বেশ চিন্তায় পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তাদের দিল্লি হয়ে অবশ্য যাওয়ার একটা উপায় রয়েছে কিন্তু সেখানে ক্রিকেটারদের ধকল অনেক বেশি পড়বে।

পঞ্জাব কিংস অবশ্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। গত ম্যাচে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের(Gujarat Titans) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। সামনে রয়েছে পঞ্জাব কিংস ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু ১১ মে-র আগে সেখানে তারা পৌঁছবে কেমনভাবে, সেটাই এখন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে বেশি মাথা ব্যাথার কারণ।

তবে এখনই কোনওরকম সিদ্ধান্ত নিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত নির্দেশের অপেক্ষাতেই রয়েছে তারা। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স কেমনভাবে পৌঁছয় সেটাই এখন দেখার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version