Monday, August 25, 2025

রোহিতের অবসর প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড

Date:

তাড়াহুড়ো কিংবা অন্য কোনও কারণ নয়। অনেক ভাবনা চিন্তা করেই নাকি টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা(Rohit Sharma)। অবশেষে রোহিত শর্মার অবসর প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ছোট বেলার কোচ দীনেশ লাড(Dinesh Lad)। আগামী প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য যেমন টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। তেমন কারণের জন্যই টেস্ট থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই মুহূর্তে আইপিএল(IPL) চলছে। সেখানে নামার আগেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। তিনি অবসর নেওয়ার পর থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তাঁকে নাকি দল থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। আবার টেস্ট দলে রোহিত কে রাখা হবে না। এমন সব কারণের জন্যই নাকি টেস্ট দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এমন নানান কথা ঘুরপাক খাচ্ছে। অবশেষে আসরে নেমেছেন রোহিত শর্মার(Rohit Sharma) ছোটবেলার কোচ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “একেবারেই তাড়াহুড়ো করে তিনি অবসরের সিদ্ধান্তটা নেননি। এমনকি নিজের পারফরম্যান্সের জন্যও সেই সিদ্ধান্ত নেয়নি রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই সেই ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বাকি দুটো ফর্ম্যাটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। রোহিতের এই সিদ্ধান্তের সঙ্গে আসন্ন ইংল্যান্ড সিরিজের কোনওরকম সম্পর্কই নেই। পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দেওয়াই ছিল তাঁর প্রধান কারণ”।

ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত শর্মা। সেখানে তাঁর রান রয়েছে ৪০৩১। গত বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর খারাপ পারফরম্যান্সের পর থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। অবশেষে নিজেউ সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version