আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

Date:

Share post:

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’-এ পাক-জঙ্গিদের একাধিক আঁতুড়ঘর গুঁড়িয়ে দেওয়ার পর থেকেই সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এক বঙ্গসন্তানের পরিবার।

পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পহেলগাঁও হামলার ঠিক পরেই ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়েন এবং সেখানেই পাক রেঞ্জারদের হাতে বন্দি হন। তারপর থেকে কোনও খোঁজ মেলেনি তাঁর। ভারতের পাল্টা এয়ারস্ট্রাইকের পরে পূর্ণমের মুক্তি নিয়ে আশঙ্কা আরও গভীর হয়েছে।

পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ইতিমধ্যেই পাঠানকোটের বিএসএফ হেড কোয়ার্টারে গিয়েছেন স্বামীর খোঁজে। কিন্তু মঙ্গলবারের প্রত্যাঘাতের পর আতঙ্ক যেন গিলে খাচ্ছে তাঁকে। চোখে জল নিয়ে রজনী বলেন, “এখন আর কোনও আশা দেখছি না। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম, প্রত্যাঘাতের আগেই পাকিস্তান পূর্ণমকে ছেড়ে দেবে। কিন্তু তা হয়নি। এখন ওঁকে আর ছাড়বে না।”

পূর্ণমের পরিবার বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছে, যেন কূটনৈতিক স্তরে উদ্যোগ নিয়ে তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়। রাজ্য সরকারের তরফেও দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের মনোভাব আরও কঠিন হয়ে উঠেছে বলেই ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এখন সকলের চোখ রয়েছে ভারত সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। আদৌ পূর্ণম কুমার সাউ দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগে গোটা দেশ।

আরও পড়ুন – ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...