Sunday, August 24, 2025

অভিযানে কমপক্ষে ১০০ পাক জঙ্গির মৃত্যু, ‘অপারেশন সিন্দুর’ চলবে: রাজনাথ, পাশে থাকার বার্তা বিরোধীদের

Date:

Share post:

অপারেশন সিন্দুর-এ কমপক্ষে ১০০ পাক জঙ্গির মৃত্যু হয়েছে। কিন্তু এখন এই অভিযান শেষ হয়নি। বৃহস্পতিবার, দিল্লিতে সর্বদল বৈঠকে এই কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। উপস্থিত না থাকলেও বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

এদিন, ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে তথ্য দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, এই অভিযানে কমপক্ষে ১০০ পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান ফের হামলা চালালে প্রত্যাঘাত করতে প্রস্তুত ভারত। বৈঠকে সভাপতিত্ব করেন রাজনাথ সিং (Rajnath Singh)। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধীদের তরফে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিব সেনা উদ্ধবের সঞ্জয় রাউত, এনসিপির সুপ্রিয়া সুলেরা। প্রধানমন্ত্রী কেন এই সর্বদল বৈঠকে থাকলেন না? প্রশ্ন তোলেন খাড়গে। এর উত্তরে প্রধানমন্ত্রীর পাঠানো বার্তা পড়ে শোনান রাজনাথ। সেখানে মোদি লেখেন, “কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন।”

এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়েও কেন্দ্রকে সতর্ক থাকার বার্তা দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদ অধিনেশন ডেকে দেশকে ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়া হোক- দাবি তোলেন রাহুল গান্ধী। যদিও সেই প্রস্তাব নিয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি।

বৈঠকে রাজনাথ সিং জানান, অপারেশন সিন্দুর একেবারে নিখুঁতভাবে পাক জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছে। কমপক্ষে ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে। ভারত যুদ্ধ চায় না। কিন্তু পাকিস্তান কোনওরকম আঘাত করে তীব্র প্রত্যাঘাত করতে প্রস্তুত ভারত। বৈঠক শেষে সব বিরোধী দলই সমবেতভাবে কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন।

সরকারের তরফে কিরেন রিজিজুও জানিয়েছেন, বিরোধীরা অনেক পরিণতমনস্কতার পরিচয় দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছি আমরা।” খাড়গে বলেন, “সরকারআমাদের কিছু গোপন তথ্য দিয়েছে, যা প্রকাশ করা যাবে না। তবে আমরা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছি।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...