Friday, May 9, 2025

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল(IPL)। সম্প্রতি ভারত-পাক অশান্ত পরিবেশের জেরেই নিরাপত্তার খাতিরে আগে থেকেই ব্যাবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের(BCCI)। বৃহস্পতিবার পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালসের(DC) ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। অবশেষে শুক্রবার সকালেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল  ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত স্থগিত আইপিএল(IPL)। পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড(BCCI)।

গত বৃহস্পতিবার ধরমশালায় মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস(PBKS) এবং দিল্লি ক্যাপিটালস(DC)। কার্যত ফ্লাডলাইটের সমস্যার জন্যই প্রাথমিকভাবে ম্যাচ বন্ধ রাখা হয়। এরপরই অবশ্য সমর্থকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফ্লাডলাইটের কারণ তো রয়েছেই। সেইসঙ্গে শোনাযাচ্ছে সেই সময় নাকি ধরমশালার কাছেই জম্মু ও পাঠানকোটেই ব্ল্যাক আউটের সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তাজনিত কারণেই নাকি তেমনটা করা হয়েছিল বলো শোনাযাচ্ছিল।

এমনকী আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুন ধুমাল পর্যন্ত মাঠে নেমে সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেন। সেখান থেকেই ক্রিকেটারদেরও অত্যন্ত সন্তর্পণে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদেরও। শোনাযাচ্ছে তাদের নাকি বিশেষ ট্রেনে করেই পঞ্জাব থেকে ফেরানোর ব্যাবস্থা করা হয়েছে। এরপরই শুক্রবার বিশেষ বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা।

আইপিএল নিয়েই ছিল প্রধান আলোচনা। শেষপর্যন্ত আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। ধরমশালায় ৫৮ তম ম্যাচ খেলা হয়েছে। গ্রুপ পর্বের এখন আর ১২টি ম্যাচ বাকি রয়েছে। সেইসঙ্গে রয়েছে চারটি প্লেঅফ এবং একটি ফাইনালের ম্যাচ। তবে বাকি ম্যাচ কবে থেকে শুরু হবে তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related articles

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...
Exit mobile version