Monday, November 10, 2025

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

Date:

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পরে কার্যত তারই প্রমাণ মিলেছে। পাক হামলায় প্রাণ হারাতে হয়েছে জম্মু ও কাশ্মীরের মানুষকেই। ঘরছাড়াও হয়েছেন সব থেকে বেশি ভূস্বর্গের মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে আশ্রয় শিবিরে থাকা বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই সঙ্গে জানালেন পাকিস্তান এখনও ভারতের নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মতো ঘৃণ্য কাজ করে চলেছে। যার সবথেকে বড় সাক্ষ্য বহন করছে পুঞ্চ (Pooonch)।

শুক্রবার জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ওমর আবদুল্লা (Omar Abdullah)। সেখানে পাক হামলায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, জম্মু হাসপাতালে আহতরা সকলেই পুঞ্চের (Poonch) বাসিন্দা। পুঞ্চের অবস্থা অত্যন্ত গুরুতর। উপমুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সেখানে পৌঁছালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। বর্তমানে পুঞ্চ থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ করছে সেনা। সেখানে পাক হামলার আশঙ্কা এখনও রয়ে গিয়েছে।

এদিন তিনি সাম্বায় (Samba) আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন ঘর ছাড়া বাসিন্দাদের সঙ্গে। কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক জেলা থেকেই বাসিন্দাদের তুলে এনে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এদিন সাম্বার আশ্রয় শিবিরে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় ওমর আবদুল্লাকে। আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত খাবার থেকে চিকিৎসার সুবিধা রাখা হয়েছে বলে জানান তিনি।

Related articles

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...
Exit mobile version