Saturday, May 10, 2025

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

Date:

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পরে কার্যত তারই প্রমাণ মিলেছে। পাক হামলায় প্রাণ হারাতে হয়েছে জম্মু ও কাশ্মীরের মানুষকেই। ঘরছাড়াও হয়েছেন সব থেকে বেশি ভূস্বর্গের মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে আশ্রয় শিবিরে থাকা বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই সঙ্গে জানালেন পাকিস্তান এখনও ভারতের নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মতো ঘৃণ্য কাজ করে চলেছে। যার সবথেকে বড় সাক্ষ্য বহন করছে পুঞ্চ (Pooonch)।

শুক্রবার জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ওমর আবদুল্লা (Omar Abdullah)। সেখানে পাক হামলায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, জম্মু হাসপাতালে আহতরা সকলেই পুঞ্চের (Poonch) বাসিন্দা। পুঞ্চের অবস্থা অত্যন্ত গুরুতর। উপমুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সেখানে পৌঁছালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। বর্তমানে পুঞ্চ থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ করছে সেনা। সেখানে পাক হামলার আশঙ্কা এখনও রয়ে গিয়েছে।

এদিন তিনি সাম্বায় (Samba) আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন ঘর ছাড়া বাসিন্দাদের সঙ্গে। কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক জেলা থেকেই বাসিন্দাদের তুলে এনে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এদিন সাম্বার আশ্রয় শিবিরে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় ওমর আবদুল্লাকে। আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত খাবার থেকে চিকিৎসার সুবিধা রাখা হয়েছে বলে জানান তিনি।

Related articles

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...
Exit mobile version