Friday, November 14, 2025

সীমান্তে উত্তেজনা, ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত আমির

Date:

Share post:

সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনামূলক পরিস্থিতিতে ট্রেলার (Trailer) রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Amir Khan)। সেনাদের পাশে থাকার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে আমিরের প্রযোজনা সংস্থা।

পেহেলগাম জঙ্গি হামলার পর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন আমির খান (Amir Khan)। নিজের সিনেমার প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চড্ডা’ ছবিতে। তারপর থেকে তাঁর অনুগামীরা অপেক্ষা করেছিল  ‘সিতারে জমিন পর’-এর মুক্তির জন্য। ৮ মে এই ছবির (Film) ট্রেলার রিলিজ করার কথা থাকলেও তা হয়নি। ২০০৭ সালে মুক্তি পায় আমিরের ছবি ‘তারে জমিন পর’। যা বক্সঅফিসে রীতিমত হইচই ফেলে দিয়েছিল। কথা ছিল তৈরি করবেন এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন। নামও ঠিক করে ফেলেন সিতারে জমিন পর।

আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান (India-Pakistan) এই পরিস্থিতে আমির খান তাঁর ট্রেলার রিলিজ পিছিয়ে দিয়েছেন। আমাদের সেনাবাহিনীতে যাঁরা লড়ছেন, তাঁদের নিয়েই এখন ভাবিত আমির। এই সময়ে ঐক্যবদ্ধ থাকা এবং সংযম রাখা জরুরি। ২০ জুন প্রেক্ষাগৃহে আসার কথা ছবিটির। তবে তা নির্দিষ্ট সময়ে মুক্তি পাবে কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

শুধু আমির খান নন, অন্যান্য তারকারাও তাঁদের ব্যক্তি স্বার্থকে কোনোভাবেই দেশের আগে রাখতে নারাজ। রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।  শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান।
আরও খবরভারত-পাক উত্তেজনার আবহে সীমান্তে ডাক পেতে পারেন সচিন- ধোনি! সম্ভাবনা কতটা

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...