Thursday, December 25, 2025

চ্যানেলে সাইরেন বাজানো বন্ধ করুন: নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্স সতর্কতায় দেশের সব প্রান্তেই প্রশিক্ষণ থেকে সাধারণ মানুষকে নিয়ে অভ্যস্ত করানোর প্রক্রিয়া বেড়েছে। সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নিয়েছে সিভিল ডিফেন্সের (Civil Defence) সাইরেনের শব্দ, যা নাগরিকদের বিপদ সম্পর্কে সতর্ক করতে সবথেকে আগে ভূমিকা নেয়। অথচ সেই সাইরেনের (aAir Raid Siren) যথেচ্ছ অপব্যবহার হয়ে চলেছে অডিও ভিস্যুয়াল চ্যানেলগুলিতে। এবার সব চ্যানেলগুলিকে সাইরেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)।

স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়, যে সাইরেনের ব্যবহার সিভিল ডিফেন্সের কারণে করা হয় তা সিভিল ডিফেন্স আইন স্বীকৃত। ফলে অন্য যে কোনও ক্ষেত্রে সেই সাইরেনের ব্যবহার আখেরে বেআইনি, স্পষ্ট করে দেওয়া হয় অমিত শাহর দফতরের পক্ষ থেকে।

সেই সঙ্গে সাইরেন বন্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয়, যথেচ্ছভাবে এই সাইরেন (Air Raid Siren) বাজানোর ফলে নাগরিকদের মধ্যে এই সাইরেনের প্রতি লক্ষ্য রাখার প্রবণতা কমে যাচ্ছে। সাধারণভাবে এয়ার রেড সাইরেন ব্যবহার করা হয় বিপদকালীন পরিস্থিতিতে। এবার সেই সাইরেন খবরের চ্যানেলে বাজলে বাস্তবে বিপদের পরিস্থিতিতে যখন সাইরেন বাজবে তখন যেভাবে প্রতিক্রিয়া করা উচিত, তা তাঁরা করবেন না।

দেশের প্রতি দায়বদ্ধ আচরণ করার প্রতি ভারতের সংবাদ মাধ্যমকে শুক্রবারই অনুরোধ জানানো হয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। কোনওভাবেই সংবাদ মাধ্যমের থেকে ভারতীয় সেনা বা গোয়েন্দা তথ্য যাতে বিপক্ষের হাতে না চলে যায়, তার দিকে লক্ষ্য রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরে অডিও ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়াকে অনেকাংশেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায়। এবার সাইরেন নিয়ে নির্দেশিকায় দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আবেদন জানানো হয়।

spot_img

Related articles

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...

আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি। হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Ch)! চলতি বছরেই একটি ঘটনাকে কেন্দ্র করে...