Friday, November 14, 2025

চ্যানেলে সাইরেন বাজানো বন্ধ করুন: নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্স সতর্কতায় দেশের সব প্রান্তেই প্রশিক্ষণ থেকে সাধারণ মানুষকে নিয়ে অভ্যস্ত করানোর প্রক্রিয়া বেড়েছে। সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নিয়েছে সিভিল ডিফেন্সের (Civil Defence) সাইরেনের শব্দ, যা নাগরিকদের বিপদ সম্পর্কে সতর্ক করতে সবথেকে আগে ভূমিকা নেয়। অথচ সেই সাইরেনের (aAir Raid Siren) যথেচ্ছ অপব্যবহার হয়ে চলেছে অডিও ভিস্যুয়াল চ্যানেলগুলিতে। এবার সব চ্যানেলগুলিকে সাইরেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)।

স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়, যে সাইরেনের ব্যবহার সিভিল ডিফেন্সের কারণে করা হয় তা সিভিল ডিফেন্স আইন স্বীকৃত। ফলে অন্য যে কোনও ক্ষেত্রে সেই সাইরেনের ব্যবহার আখেরে বেআইনি, স্পষ্ট করে দেওয়া হয় অমিত শাহর দফতরের পক্ষ থেকে।

সেই সঙ্গে সাইরেন বন্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয়, যথেচ্ছভাবে এই সাইরেন (Air Raid Siren) বাজানোর ফলে নাগরিকদের মধ্যে এই সাইরেনের প্রতি লক্ষ্য রাখার প্রবণতা কমে যাচ্ছে। সাধারণভাবে এয়ার রেড সাইরেন ব্যবহার করা হয় বিপদকালীন পরিস্থিতিতে। এবার সেই সাইরেন খবরের চ্যানেলে বাজলে বাস্তবে বিপদের পরিস্থিতিতে যখন সাইরেন বাজবে তখন যেভাবে প্রতিক্রিয়া করা উচিত, তা তাঁরা করবেন না।

দেশের প্রতি দায়বদ্ধ আচরণ করার প্রতি ভারতের সংবাদ মাধ্যমকে শুক্রবারই অনুরোধ জানানো হয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। কোনওভাবেই সংবাদ মাধ্যমের থেকে ভারতীয় সেনা বা গোয়েন্দা তথ্য যাতে বিপক্ষের হাতে না চলে যায়, তার দিকে লক্ষ্য রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরে অডিও ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়াকে অনেকাংশেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায়। এবার সাইরেন নিয়ে নির্দেশিকায় দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আবেদন জানানো হয়।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...