Wednesday, November 12, 2025

ক্রমাগত নাগরিক হত্যা! পাক হামলায় প্রয়াত কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক, শোক মুখ্যমন্ত্রীর

Date:

যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো পথেই পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর থেকে ক্রমাগত ভারতীয় নাগরিক হত্যার খেলায় মেতেছে পাকিস্তান। এবার সেই হামলার শিকার কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা। ক্রমাগত বোমাবর্ষণের জেরে গুঁড়িয়ে যায় তার বাড়ি। মৃত্যু হয় আধিকারিকের। এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

শনিবার সকাল থেকে পাক মিসাইল হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের একাধিক এলাকা। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, ক্রমাগত নাগরিকদের উপর হামলা চালানোর কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সকালে রাজৌরিতে সেভাবেই হামলা চালানো হয়। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সেখানে অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজ কুমার থাপার মৃত্যু হয়েছে। আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তান ওই এলাকায় সারারাত শেলিং চালিয়েছে।

রাজ্যের আধিকারিকের মৃত্যুতে গভীর শোক ও হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় সকালেই আধিকারিকের মৃত্যুর কথা জানান। শুক্রবার উপমুখ্যমন্ত্রীকে এলাকা পরিদর্শনে সাহায্য করেছিলেন রাজৌরির আধিকারিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভিডিও কনফারেন্সেও যোগ দেন জানান খোদ মুখ্যমন্ত্রী। সেই আধিকারিক শনিবারের হামলায় নিহত হন। এরপরে শোক প্রকাশের কোনও ভাষা নেই বলেই জানান ওমর।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version