উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

Date:

Share post:

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে গঠিত হয়েছে বাজার নজরদারি টাস্কফোর্স। শনিবার সেই টাস্কফোর্সের সদস্যরা কলকাতা ও জেলার একাধিক বাজারে অভিযান চালান।

কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদহর কোলে মার্কেট ঘুরে দেখেন টাস্কফোর্সের প্রতিনিধিরা। শাকসবজি, মাছ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাচাই করেন তাঁরা। ক্রেতাদের সঙ্গে কথা বলেও বাজার পরিস্থিতির খোঁজ নেন। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, “পাইকারি বাজারে দাম এখনও নিয়ন্ত্রণে রয়েছে। ক্রেতারাও সন্তুষ্ট। এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়া হবে।” তিনি আরও জানান, “যুদ্ধের আবহে কোনও অসাধু চক্র যাতে সুযোগ না নিতে পারে, সেই বিষয়টি বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। প্রতিটি বাজারে নিয়মিত উপস্থিত থাকবেন টাস্কফোর্সের সদস্যরা।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “যুদ্ধ পরিস্থিতির অজুহাতে কেউ যদি কালোবাজারি করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত মাল বাজেয়াপ্ত করা হবে।” তাঁর এই নির্দেশের পরই রাজ্য প্রশাসনের তরফে সক্রিয় হয়েছে টাস্কফোর্স। রাজ্যবাসীর স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁদের আশা, এই নজরদারির ফলে অকারণে দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা রুখে দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন – একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ সৃঞ্জয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নিবিড় জনসংযোগে জোর, ব্লকে ব্লকে রবিবার বিজয়া সম্মিলনী তৃণমূলের

বরাবরই নিবিড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই রীতিকেই সামনে রেখেই...

আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৩ অক্টোবর (শুক্রবার) ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট ১১৪২৫ ₹ ১১৪২৫০ ₹ খুচরো পাকা...

বারুইপুরে অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য!

একাদশীর সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur , South 24 parganas) রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ...

কলকাতার আকাশে দুর্যোগের মেঘ! একাদশীতে কমলা সর্তকতা তিলোত্তমায় 

পাঁচ দিনের আনন্দের পর সপরিবারে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। শাস্ত্র মেনে দশমীতে দেবীর দর্পণ-ঘট বিসর্জন হলেও এখনও মৃন্ময়ী...