মাতৃদিবসে (Mother’s Day) সব মা’কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও সুরে, ‘মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য’ গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য (Manomay Bhattacharya)। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘সকল মা’কে জানাই মাতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । একই মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের মাতৃভূমিতে, আমাদের বসুন্ধরায়।’ মাতৃদিবসে মমতার সুরারোপিত লেখা গানের প্রতিটা কথায় মা-সন্তানের স্নেহ ভালবাসায় পূর্ণ নানা মুহূর্তের ছবিই ধরা পড়েছে। মিউজিক ভিডিওতে ফুটে উঠেছে বাংলার নৈসর্গিক সৌন্দর্যের নানা দৃশ্যও।

রবিবার মাতৃদিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে নিজের কবিতাও পোস্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) লেখেন, “মা যে মোদের মা… মাতৃ দিবস-এ সকল মা-কে আমার হৃদয় থেকে প্রণাম জানাই। ‘মা’ – পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি – তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।আমার অনেক প্রকল্পে আমি মা-কে স্মরণ করেছি, প্রণাম জানিয়েছি। ‘মা – মাটি – মানুষ’ – এর সূচনাই তো মা-কে দিয়ে!অনেক গানে, কবিতাতেও আমি মায়েদের সম্মান জানিয়েছি। এই বিশেষ দিনে আমার লেখা তেমনই একটা গানের কয়েকটা লাইন সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি-“মাগো, তুমি সর্বজনীন,আছো হৃদয় জুড়ে/মা-আম্মি-মাদার একই, ভুলি তা কী করে?”

*মা যে মোদের মা…*
মাতৃ দিবস-এ সকল মা-কে আমার হৃদয় থেকে প্রণাম জানাই।
‘মা’ – পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি – তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।
আমার অনেক প্রকল্পে আমি মা-কে স্মরণ করেছি,…
— Mamata Banerjee (@MamataOfficial) May 11, 2025
–
–

–
–

–

–

–

–


–

–

–

–

–