Sunday, January 18, 2026

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

Date:

Share post:

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার (Kolkata) মূল পরিবহণ কেন্দ্র। জোকা-ধর্মতলা, দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) পথের সংযোগস্থল হবে এই চত্বর, যার ফলে যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় ধর্মতলার বর্তমান বাস স্ট্যান্ড সরিয়ে সেখানে তৈরি করা হবে একটি আধুনিক ভূগর্ভস্থ পার্কিং প্লাজা। প্রায় ৯০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে সেখানে।

পাশাপাশি ধর্মতলা, মেয়ো রোড এবং কার্জন পার্ক—এই তিন দিক থেকে গাড়ি প্রবেশ ও প্রস্থান করতে পারবে তিনটি পৃথক টানেলের মাধ্যমে। যাত্রীদের জন্য তৈরি হবে চারটি সাবওয়ে, যা তাঁদের সরাসরি মেট্রো স্টেশনগুলিতে পৌঁছে দেবে।

এই প্রকল্পে স্থায়ী বাসস্ট্যান্ড থাকবে না। শহরের তিনটি নির্দিষ্ট জায়গায় বাস স্টপ তৈরি হবে, যেখানে বাসগুলি শুধুমাত্র যাত্রী নামিয়ে দ্রুত অন্যত্র চলে যাবে। যাঁদের ব্যক্তিগত গাড়ি আছে, তাঁরা গাড়ি পার্ক করে সেখান থেকেই মেট্রো (Metro) ধরতে পারবেন।

পরিকল্পনা অনুযায়ী, রাস্তার উপর পার্কিং পুরোপুরি বন্ধ করে সমস্ত গাড়ি রাখা হবে মাটির নীচে। এর ফলে পথ হবে আরও প্রশস্ত, যান চলাচল হবে আরও সহজ ও গতিশীল। মেট্রোর তিনটি রুট পুরোপুরি চালু হলে বিপুল যাত্রীচাপ সামলাতে ধর্মতলাকে ঘিরে তৈরি হবে এক আধুনিক, কার্যকর, ও ভবিষ্যতমুখী পরিকাঠামো।

spot_img

Related articles

কালনা থেকে কলকাতা, এবছর তুঙ্গে ‘কিউট সরস্বতী’র চাহিদা

বলতে গেল সরস্বতী প্রতিমার মুখশ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) কৃতিত্বে বাঙালির চেনা বাগদেবীর মুখের আদলে এবার নয়া মেকওভার!...

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে 'সেবাশ্রয় ২.০' (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি...

কুয়াশায় দৃশ্যমান্যতার অভাব, রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন...

আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

'আবার জিতবে বাংলা কর্মসূচি'তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা...