দল খুঁজছেন দিমিত্রি দিয়ামন্তাকস, ওড়িশা থেকে রয়েছে প্রস্তাব

Date:

Share post:

নতুন মরসুমের দল গোছাকে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। সেখানেই এবার দিমিত্রি দিয়ামন্তাকসকে(Dimitri Diamantakos) দেখতে না পাওয়া গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সবকিছু ঠিকঠাক চললে ইস্টবেঙ্গল ছাড়ছেব দিমিত্রি দিয়ামন্তাকস(Dimitri Diamantakos)। শোনাযাচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে তাঁর। সেখানেই নাকি দল খুঁজে নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএলের(ISL) একটি ক্লাবের পাশাপাশি বাইরে থেকেও নাকি প্রস্তাব রয়েছে দিমিত্রি দিয়ামন্তাকসের কাছে।

সদ্য শেষ হওয়া মরসুমে ইস্টবেঙ্গলের(Eastbengal) জার্সিতে নামলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি দিমিত্রি দিয়ামন্তাকস। কেরালা ব্লাস্টার্স থেকে তাঁকে বিরাট অঙ্কে নিয়ে আসা হলেও একেবারেই সফল হননি দমিত্রি। আইএসএলের মাঝপথ থেকেই দিমিত্রিকে নিয়ে ক্ষোভ দেখাতে শুরু করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। সেইসঙ্গে প্রাক্তনরাও তাঁকে নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

বিশেষ করে দিমিত্রির চোট নিয়ে আসা নিয়েও উঠতে শুরু করেছিল বহু প্রশ্ন। গতবারের সর্বোচ্চ গোলদাতা হলেও এবার সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। মরসুম শেষ হতেই তাঁকে ছেড়ে দেওয়ার নিয়ে কথা হতে শুরু করেছিল। কার্যত এবার সেটাই হতে চলেছে। মাধি তালাল বাদে কোনও বিদেশিদেরই নাকি রাখবে না ইস্টবেঙ্গল। ইতিমধ্যে দিমিত্রি দিয়ামন্তাকস দল খুঁজতে শুরু করে দিয়েছেন।
শোনাযাচ্ছে আইএসএলের ওড়িশা এফসির তরফে নাকি দিমিত্রির কাছে প্রস্তাব রয়েছে। শুধুমাত্র তাই নয় নরওয়ের একটি ক্লাবের তরফেও তাঁর সঙ্গে কথাবার্তা চলছে। দিমিত্রি দিয়ামন্তাকসকে যে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখার সম্ভাবনা কার্যত নেই তা বলাই যায়।

spot_img

Related articles

কলকাতায় ধোনি, দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় একসঙ্গে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ। উৎসবের মরশুমে কলকাতায়  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন...

এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নতুন করে এখন নির্বাচন হবে না এআইএফএফ –এ (AIFF)। বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষ কবে। বর্তমান কমিটি মেয়াদ...

হতাশাজনক পারফরম্যান্স, মাঠ ছাড়তেই পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) 'বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে শ্রীলঙ্কা (Sri lanka)। কিন্তু ম্যাচ...

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার...