Wednesday, August 20, 2025

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট ভক্তদের বিষন্নতার ভাব ফুটে উঠেছে। শুধু বিরাট ভক্তরাই নন। ভারতীয় ক্রিকেটমহলও যেন নড়ে গিয়েছে বিরাট কোহলির এই সিদ্ধান্তে। রবি শাস্ত্রী যেমন বিশ্বাস করতে পারছেন না। তেমনই হরভজন সিং(Harbhajan Singh) প্রশ্ন তুলেছেন কেন এমনটা হল। অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) আবার খানিকটা আবেগতাড়িত বার্তা। বিরাট কোহলির এমন একটা সিদ্ধান্তের প্রত্যাশা যেন কেউই করছিলেন না। যদিও শেষপর্যন্ত তেমনটাই হয়েছে।

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার পরই নিজের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। বিসিসিআইকে(BCCI) তাঁর টেস্ট না খেলার কথা জানানোর পর থেকেই কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন বোর্ড কর্তারা। এরপরই শুরু হয়েছিল বিরাট কোহলিকে বোঝানোর প্রচেষ্টা। কিন্তু একবার যখন সিদ্ধান্ত নিয়েছেন আর কিছু করার নেই। শেষপর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। বিরাট কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরই কার্যত হতবাক রবি শাস্ত্রী(Ravi Shastri)। তিনি যেন বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত মেনে নিতেই পারছেন না।

রবি শাস্ত্রী তো সোশ্যাল মিডিয়াতে বলেই ফেলেন, “আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তুমি একজন মডার্ন ডে জায়ান্ট। টেস্ট ক্রিকেটের একজন যোগ্য অ্যাম্বাসেডর তুমি”।

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও বার্তা দিয়েছেন বিরাটকে। তিনি একদিকে যেমন হতাশ, “তেমনই বিরাট কোহলিকে সিংহের সঙ্গে তুলনাও করলেন গম্ভীর। তিনি জানিয়েছেন, সিংহের মতো মানসিকতার তুমি। তোমায় মিস করব”।

এদিন গোটা বিশ্বের ক্রিকেট মহল যেন বিরাট কোহলির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। এসেছে মিশ্র প্রতিক্রিয়া। বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তে আবাগতাড়িত বার্তাই দিয়েছে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। টেস্ট থেকে অবসর নিলেও ওডিআই ক্রিকেটে অবশ্য নিজের খেলা চালিয়ে যাবেন বিরাট কোহলি।

Related articles

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version