জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। লিগ পর্বের ম্যাচ, প্লেঅফ এবং ফাইনাল মিলিয়ে মোট ১৭টি ম্যাচ বাকি রয়েছে। আগামী ১৭ মে থেকেই শুরু হয়ে যেতে চলেছে আইপিএলের(IPL) বাকি ম্যাচ গুলো। সোমবার দীর্ঘ বৈঠকের পর সোমূার রাতেই ঘোষণা হয়ে গেল ক্যাশরিচ লিগের খেলা। ফাইনাল হবে ৩ জুন।

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর থেকেই আইপিএল শুরু হওয়া নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়ই শোনা গিয়েছিল যে ১৬ কিংবা ১৭ মে থেকে শুরু হতে পারে আইপিএল। ১৭ মে থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। যদিও কোন ভেন্যুতে ম্যাচ হবে সো অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। সূত্রের খবর অনুযায়ী ইডেন গার্ডেন্স(Eden) থেকে নাকি সরে যেতে পারে ফাইনালও।

সব মিলিয়ে মোট ছটি ভেন্যু মিলিয়ে আইপিএলের বাকি ম্যাচ গুলো হবে। যদিও কোন কোন ভেন্যুতে ম্যাচ হবে তা এখনই পর্যন্ত নিশ্চিত হয়নি। আগামী ২৯ মে থেকে শুরু হবে শুরু হবে কোয়ালিফায়ার ম্যাচ।

আইপিএলের প্লেঅফ সূচী

কোয়ালিফায়ার ১ – ২৯ মে
এলিমিনেটর – ৩০ মে

কোয়ালিফায়ার ২ – ১ জুন

ফাইনাল – ৩ জুন

এই মুহূর্তে আইপিএলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। এবারের প্রথম দল হিসাবে তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছে। নতুন সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

–


–

–

–

–

–
–
–
–
–