স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে যেতে হল। বিরাট কোহলির লক্ষ্যটা ছিল সচিন, লারাদের ১০হাজারি এলিট ক্লাবে নিজের নামটা রাখার। কিন্তু সেই স্বাধটা অপূর্ণই রইল। কয়েকদিন আগেই বিরাট কোহলির(Virat Kohli) একটা সাক্ষাতকার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে বিরাট কোহলিকে বলতে শোনাযাচ্ছে যে তিনি টেস্টে ১০ হাজার রান করতে চান। কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হল না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের।

কয়েকদিন আগে ২০১৩ সালে একটি সর্বভারতীয় চ্যানেলে বিরাট কোহলির একটি সাক্ষাতকার প্রকাশ হয়। সেখানেই বিরাট কোহলি জানান, টেস্ট ক্রিকেটে আমার লক্ষ্য হল দশ হাজার রান করা। এটাই এমন একটা জিনিস যা আমি পেতে মরিয়া।

বিরাট কোহলির এই ভিডিওটা ভাইরাল হওয়ার কয়েকদিনের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। প্রশ্ন উঠতেই পারে। কী এমন হল যে নিজের স্বপ্ন অধরা রেখেই টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানাতে হল বিরাট কোহলিকে। না বিরাট কোহলি অবশ্য সেভাবে কিছুই বলেননি। এখনও পর্যন্ত ভারত থেকে মাত্র তিনজনই টেস্টে ১০ হাজার রান করেছেন। সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar), রাহুল দ্রাবিড়(Rahul Dravid) এবং সুনীল গাভাসকর। সেখানেই চতুর্থ নাম হিসাবে সকলকে বিরাট কোহলিকেই দেখতে শুরু করেছিল।

বিরাট নিজেকেও সেখানেই দেখতে চাইতেন। কিন্তু শেষপর্যন্ত তা হল না। ৯২৩০ রানেই শেষ হল বিরাট কোহলির টেস্টের বাইশ গজে দৌড়।

–
–

–

–

–

–


–

–

–

–

–