Tuesday, November 4, 2025

সোপিয়ানে সক্রিয় লস্কর! দুই জঙ্গি নিধনে প্রকাশ্যে গোয়েন্দা ব্যর্থতা

Date:

ভারতের সীমানা ভিতরে ঢুকে জনবহুল পর্যটনস্থানে ঢুকে সাধারণ পর্যটকদের নিশানা করল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রায় আধ ঘণ্টা জঙ্গি অপারেশন চলল। আবার জঙ্গিরা ভারতীয় সেনার নাগালের বাইরেও চলে গেল। পহেলগাম হামলায় (Pahalgam attack) কার্যত এভাবেই স্পষ্ট হয়ে গিয়েছে ভারতীয় জাতীয় সংস্থাগুলির গোয়েন্দা ব্যর্থতা। ২৬ টি প্রাণের বিনিময়ে দেশের নিরাপত্তায় নজর দেওয়ায় যত্নশীল হয়েছে মোদি প্রশাসন। কাশ্মীর এলাকায় গোয়েন্দা সূত্র ধরে লস্কর জঙ্গিদের বাড়ি ধ্বংসের ঘটনাই তার প্রমাণ। এবার সোপিয়ানে (Sopian) তিন জঙ্গির গুলির লড়াইতে মৃত্যুর ঘটনায় আরও স্পষ্ট হল, ভারতের গোয়েন্দাদের নজর এড়িয়ে কীভাবে ভারতের মাটিতেই এখনও রয়ে গিয়েছে লস্কর-এ-তৈবা-র (LeT) জঙ্গিরা।

মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও ভারতীয় সেনার মধ্যে। গোটা এলাকা ঘিরে নিয়ে অপারেশন শুরু হয়। সেই অপারেশনের নামও দেওয়া হয় অপারেশন কেল্লার (Operation Keller)। গুলির লড়াইতে তিন জঙ্গির মৃত্যু হয় বলে দাবি ভারতীয় সেনা সূত্রের। তার মধ্যে দুজনকে লস্করের সক্রিয় সদস্য বলে পরিচয় প্রকাশ করা হয়। তার মধ্যে একজন শাহিদ কুট্টে, যে লস্করের এ-ক্যাটাগরির জঙ্গি বলে চিহ্নিত। ২০২৪ সালে শ্রীনগরে রিসর্টে জার্মানদের খুনের চেষ্টার পাশাপাশি হিরপোরায় বিজেপি পঞ্চায়েত প্রধান হত্যায় অভিযুক্ত ছিল শাহিদ।

এছাড়াও চিহ্নিত আরেক জঙ্গি ছিল আদনান সফি দার। তাকে লস্করের (LeT) সি ক্যাটাগরির (C catagory) জঙ্গি বলে চিহ্নিত করা হয়। সোপিয়ানের (Sopian) বাসিন্দা এই জঙ্গি কাশ্মীরে পরিযায়ী শ্রমিক হত্যার ঘটনায় যুক্ত ছিল বলে দাবি করা হয়।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version