একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে সরে গেলেন অ্যান্ডি মারে(Andy Murray)। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এবারের ফরাসি ওপেন শুরু। কিন্তু খারাপ পারফরম্যান্সের কথা বলেই এবার অ্যান্ডি মারেকে কোচ হিসাবে নিযুক্ত করেছিলেন নোভাক জকোভিচ। তা নিয়ে টেনিস মহলে বেশ শোরগোলও পড়ে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র ছয় মাসেই মোহভঙ্গ। সোশ্যাল মিডিয়ায় জোকার বার্তা দিলেও, আসল কারণ খারাপ পারফরম্যান্সের জন্যই শোনাযাচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে অ্যান্ডি মারেকে কোচ করে নিয়ে আসেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। একসময় প্রতিদ্বন্দ্বী হলেও এই মারের ওপরই কোচিংয়ের ভরসা রেখেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেই জুটি বেশিদিন চললনা। বিশেষ করে সম্প্রতি জোকারের খারাপ পারফরম্যান্সের কারণেই নাকি কোচের সঙ্গে সমস্যা শুরু হয়েছিল। এরপরই দুজনের মধ্যে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেন নোভাক জকোভিচ।

Thank you, coach Andy, for all the hard work, fun & support over last six months on & off the court. I really enjoyed deepening our friendship together 🙏 pic.twitter.com/iXqkdIN2Gb
— Novak Djokovic (@DjokerNole) May 13, 2025
জকোভিচ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “শেষ ছয় মাসে তোমার সঙ্গে নানান মজার মুহূর্তের পাশাপাশি তোমার কঠোর পরিশ্রমের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদের দুজনের বন্ধুত্বটা আমি সত্যিই অত্যন্ত উপভোগ করেছি”।

অস্ট্রেলিয়া ওপেন থেকেই অ্যান্ডি মারের সঙ্গে কাজ করা শুরু করেন নোভাক জকোভিচ। কিন্তু সেখানে একেবারেই কাঙ্খিত ফল করতে পারেননি জোকার। শুধু তাই নয় পরবর্তী কয়েকটি প্রতিযোগিতাতেও ব্যর্থ হয়েছিলেন নোভাক জকোভিচ। মঙ্গলবার একটি স্টেটমেন্ট জারি করেই অ্যান্ডি মারের(Andy Murray) সঙ্গে সম্পর্কের ইতির কথা ঘোষণা করেন জকোভিচ।

–
–

–

–

–

–


–

–

–

–

–