সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল ভাট(Suhail Bhat)। সদ্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। বাড়ি ফিরতে পারেননি। এরপর কাশ্মীরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতিতে সেটা হয়নি। খানিকটা মন খারাপ থাকলেও, সেই সময়টা একেবারেই নষ্ট করতে নারাজ তিনি। মোহনবাগান(Mohunbagan) মাঠেই নেমে পড়লেন প্রস্তুতিতে। একাই কার্যত নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন মোহনবাগানের এই তরুণ ফুটবলার। মোহনবাগান ক্লাবেইল প্রতিদিন জিম সেশনের পাশাপাশি হাল্কা অনুশীলনও চালাচ্ছেন সুহেল ভাট(Suhail Bhat)।

আগামী ১৮ মে থেকে নিউ টাউনের সেন্টার অব এক্সিলেন্সের মাঠে শুরু হতে চলেছে ভারতীয় দলের প্রস্তুতি। মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) সেই সম্ভাব্য দলেই জায়গা পেয়েছেন সুহেল ভাট(Suhail Bhat)। ভারতীয় দলের জার্সিতে নিজের জায়গা পাকা করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। দলের সঙ্গে তো প্রস্তুতিতে নামবেন আগামী ১৮ মে। কিন্তু তার আগে নিজেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

পহেলগাম(Pahalgam) ঘটনা হওয়ার পর থেকেই এখানে আটকে পড়েছিলেন সুহেল ভাট(Suhail Bhat)। এরপর ভারতের অপারেশন সিন্দুর। ইচ্ছা থাকলেও দুই দেশের অশান্ত পরিবেশের কারণে বাড়ি ফিরতে পারেননি সুহেল ভাট। বাড়ি ফিরতে না পারার জন্য মন খারাপ তো অবশ্যই রয়েছে। কিন্তু এখন সেসব দূরে সরিয়ে রেখে ভারতীয় দলের জার্সিতে নামার প্রস্তুতিতেই মন দিয়েছেন সুহেল ভাট।

এবারের সুপার কাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সুহেল ভাট। সেমিফাইনালে এফসি গোয়ার কাছেই হেরে গিয়েছিল মোহনবাগান(Mohunbagan)। সেখানেও মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে একমাত্র গোলদাতা ছিলেন এই সুহেল ভাট। সুপার কাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল মানোলো মার্কুয়েজের। এরপরই সুহেলকে ভারতের সম্ভাব্য দলে রেখেছিলেন মানোলো। এখন সেই প্রস্তুতিতেই নামার অপেক্ষায় সুহেল ভাট(Suhail Bhat)। সম্ভাব্য দল থেকে মূল দলে তিনি উঠে আসতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...