সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল ভাট(Suhail Bhat)। সদ্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। বাড়ি ফিরতে পারেননি। এরপর কাশ্মীরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতিতে সেটা হয়নি। খানিকটা মন খারাপ থাকলেও, সেই সময়টা একেবারেই নষ্ট করতে নারাজ তিনি। মোহনবাগান(Mohunbagan) মাঠেই নেমে পড়লেন প্রস্তুতিতে। একাই কার্যত নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন মোহনবাগানের এই তরুণ ফুটবলার। মোহনবাগান ক্লাবেইল প্রতিদিন জিম সেশনের পাশাপাশি হাল্কা অনুশীলনও চালাচ্ছেন সুহেল ভাট(Suhail Bhat)।

আগামী ১৮ মে থেকে নিউ টাউনের সেন্টার অব এক্সিলেন্সের মাঠে শুরু হতে চলেছে ভারতীয় দলের প্রস্তুতি। মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) সেই সম্ভাব্য দলেই জায়গা পেয়েছেন সুহেল ভাট(Suhail Bhat)। ভারতীয় দলের জার্সিতে নিজের জায়গা পাকা করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। দলের সঙ্গে তো প্রস্তুতিতে নামবেন আগামী ১৮ মে। কিন্তু তার আগে নিজেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

পহেলগাম(Pahalgam) ঘটনা হওয়ার পর থেকেই এখানে আটকে পড়েছিলেন সুহেল ভাট(Suhail Bhat)। এরপর ভারতের অপারেশন সিন্দুর। ইচ্ছা থাকলেও দুই দেশের অশান্ত পরিবেশের কারণে বাড়ি ফিরতে পারেননি সুহেল ভাট। বাড়ি ফিরতে না পারার জন্য মন খারাপ তো অবশ্যই রয়েছে। কিন্তু এখন সেসব দূরে সরিয়ে রেখে ভারতীয় দলের জার্সিতে নামার প্রস্তুতিতেই মন দিয়েছেন সুহেল ভাট।

এবারের সুপার কাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সুহেল ভাট। সেমিফাইনালে এফসি গোয়ার কাছেই হেরে গিয়েছিল মোহনবাগান(Mohunbagan)। সেখানেও মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে একমাত্র গোলদাতা ছিলেন এই সুহেল ভাট। সুপার কাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল মানোলো মার্কুয়েজের। এরপরই সুহেলকে ভারতের সম্ভাব্য দলে রেখেছিলেন মানোলো। এখন সেই প্রস্তুতিতেই নামার অপেক্ষায় সুহেল ভাট(Suhail Bhat)। সম্ভাব্য দল থেকে মূল দলে তিনি উঠে আসতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই...

অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

সুপার কাপের আগে সন্দীপ নন্দী (Sandip nandy) ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।(East Bengal) সুপার কাপের আগে...

দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আশঙ্কা! কেমন থাকবে অ্যাডিলেডের আবহাওয়া?

বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে( 2nd ODI) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে  নামছে ভারত(India)। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারায় অ্যাডিলেডে...

প্রতিবাদ করে দৃষ্টান্ত স্থাপন সন্দীপের, ফের ক্লাব বনাম ইনভেস্টর!

ক্লাব বনাম ইনভেস্টর দ্বন্দ্ব ফের শুরু হল ইস্টবেঙ্গলে(East Bengal)! সন্দীপ নন্দী(Sandip Nandy) ইস্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি লাল হলুদে। চিফ...