Saturday, November 15, 2025

বিজেপির উত্তরপ্রদেশে কেন্দ্রীয় লগ্নি, জেওয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট ঘোষণা

Date:

Share post:

প্রথম পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটে কেন্দ্রের বিজেপি সরকার যে লগ্নি করেছে তা বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হয়েছে। ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) ভারত সরকারের পক্ষ থেকে নির্মাণের ঘোষণা করা হল বুধবার। সেখানে দেখা গেল, নতুন ইউনিটটিও উদ্বোধন হবে উত্তরপ্রদেশের জেওয়ারে (Jewar)। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

কেন্দ্রীয় বাজেটে সব রাজ্য ছেড়ে ভোটমুখি বিহারে মাখনা শিল্পে ব্যাপক লগ্নির ঘোষণা করে নির্লজ্জতার সব মাত্রা ছাড়িয়েছিল মোদির সরকার। তবে দেশে বৈদেশিক লগ্নি টানতে ব্যর্থ মোদি সরকার, এটুকু বুঝতে সক্ষম হয়েছে যে নতুন প্রজন্মের উন্নতিতে ও দেশের অর্থনীতিকে সচল রাখতে সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) তৈরির মধ্যে দিয়ে এগোনো প্রয়োজন। তাতে প্রযুক্তি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করা সম্ভব হবে।

সেই উদ্দেশ্যে আগেই মোদির নিজের রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত অসমে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটের ঘোষণা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার ষষ্ঠ ইউনিট এইচসিএল (HCL) ও ফক্সকনের (Foxconn) সহযোগিতায় তৈরির কথা ঘোষণা করা হল। উত্তরপ্রদেশের জেওয়ারে এই ইউনিটে মূলত মোবাইল, ল্যাপটক, কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ (display driver chip) তৈরি সম্ভব হবে বলে জানানো হয়। ভারতীয় সংস্থা এইচসিএল সেখানে গাঁটছড়া বাঁধছে আন্তর্জাতিক সংস্থা ফক্সকনের সঙ্গে।

তবে কর্মসংস্থানের দিক থেকে যে খুব বেশি লাভবান হবে যুবসম্প্রদায় এই ইউনিট থেকে, এমনটা প্রকাশ করেননি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ইউনিটে প্রতিদিন ২০ হাজার ওয়েফার তৈরি সম্ভব হবে। তবে কর্মসংস্থান ২ হাজারের কাছাকাছি হবে বলে জানানো হয়।

spot_img

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...