Friday, January 2, 2026

বিজেপির উত্তরপ্রদেশে কেন্দ্রীয় লগ্নি, জেওয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট ঘোষণা

Date:

Share post:

প্রথম পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটে কেন্দ্রের বিজেপি সরকার যে লগ্নি করেছে তা বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হয়েছে। ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) ভারত সরকারের পক্ষ থেকে নির্মাণের ঘোষণা করা হল বুধবার। সেখানে দেখা গেল, নতুন ইউনিটটিও উদ্বোধন হবে উত্তরপ্রদেশের জেওয়ারে (Jewar)। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

কেন্দ্রীয় বাজেটে সব রাজ্য ছেড়ে ভোটমুখি বিহারে মাখনা শিল্পে ব্যাপক লগ্নির ঘোষণা করে নির্লজ্জতার সব মাত্রা ছাড়িয়েছিল মোদির সরকার। তবে দেশে বৈদেশিক লগ্নি টানতে ব্যর্থ মোদি সরকার, এটুকু বুঝতে সক্ষম হয়েছে যে নতুন প্রজন্মের উন্নতিতে ও দেশের অর্থনীতিকে সচল রাখতে সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) তৈরির মধ্যে দিয়ে এগোনো প্রয়োজন। তাতে প্রযুক্তি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করা সম্ভব হবে।

সেই উদ্দেশ্যে আগেই মোদির নিজের রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত অসমে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটের ঘোষণা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার ষষ্ঠ ইউনিট এইচসিএল (HCL) ও ফক্সকনের (Foxconn) সহযোগিতায় তৈরির কথা ঘোষণা করা হল। উত্তরপ্রদেশের জেওয়ারে এই ইউনিটে মূলত মোবাইল, ল্যাপটক, কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ (display driver chip) তৈরি সম্ভব হবে বলে জানানো হয়। ভারতীয় সংস্থা এইচসিএল সেখানে গাঁটছড়া বাঁধছে আন্তর্জাতিক সংস্থা ফক্সকনের সঙ্গে।

তবে কর্মসংস্থানের দিক থেকে যে খুব বেশি লাভবান হবে যুবসম্প্রদায় এই ইউনিট থেকে, এমনটা প্রকাশ করেননি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ইউনিটে প্রতিদিন ২০ হাজার ওয়েফার তৈরি সম্ভব হবে। তবে কর্মসংস্থান ২ হাজারের কাছাকাছি হবে বলে জানানো হয়।

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...