Thursday, May 15, 2025

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

Date:

Share post:

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে প্রীতমের(Pritam) রহস্যমৃত্যু নিয়ে তাঁর বান্ধবীকে কাঠগড়ায় তুললেন রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) বান্ধবী ঝুমা ঘোষ। ঝুমা(Jhuma) জানিয়েছেন, ওই তরুণীর নাম সৃজনী(Sreejani)। নিজেকে অভিনেত্রী ও সমাজসেবী বলে পরিচয় দেওয়া মহিলার অভিযোগ, সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যু অস্বাভাবিক। এমনকী, সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে সৃজনী মিথ্যে বলছেন বলেও অভিযোগ।

প্রীতম(Pritam) ওরফে ইতিমধ্যেই তাঁর মৃত্যুর কারণ নিয়ে চলছে বিস্তর জলঘোলা। এরই মধ্যে সামনে এসেছে, মৃত্যুর আগের দিন বাড়িতে পার্টি করেছিলেন প্রীতম। ঝুমার(Jhuma) দাবি, প্রীতম আইটি সেক্টরে কর্মরত এক মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। তাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। ওই মহিলা তাঁকে আর্থিক সুবিধার জন্য ব্যবহার করতেন এবং রিঙ্কুকে জানাতেন প্রীতম তাঁর থেকে টাকা নিয়েছেন। রিঙ্কু সেই টাকা তাকে ফেরত দিয়েও দিতেন। কিন্তু ঘটনা একেবারেই সেটা ছিল না। রিঙ্কু মজুমদার ওই তরুণীকে তাঁর ছেলেকে বিয়ে করার কথাও বলেছিলেন। কিন্তু ওই তরুণী তাঁর ছেলেকে বিয়ে করার বিষয়ে এখনই রাজি ছিলেন না। দুই বছর সময় চেয়ে নিয়েছিলেন সৃজনী।

মৃত্যুর পরেও শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেও বার বার রিঙ্কুকে ফোন করেন সৃজনী। দেখা না করে ফোন কেন? এই বিষয়েই ঝুমা ঘোষের অভিযোগ, ”সৃজনীর দরকার ল্যাপটপ। বাড়িতে এখন কাউকে ঢুকতে বারণ করা হয়েছে কিন্তু সৃজনী ল্যাপটপ চান। প্রথমে কাজের বাহানায় চান। তারপর নিউটউন থানার আইসি ল্যাপটপ নিয়ে যেতে বলেছেন বলে দাবি করলেন।”

এদিকে, বিশ্ব বাংলা সংবাদের তরফে নিউটাউন থানার আইসিকে যোগাযোগ করা হলে তিনি জানান এই বিষয়টি টেকনোসিটি থানার আওতায় পড়ছে। টেকনোসিটির আইসি যদিও স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে তাদের কারও সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...