Thursday, May 15, 2025

গত সোমবার হঠাত্ই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপর থেকেই হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বরু প্রাক্তন ক্রিকেটাররাই বিরাট কোহলির এই সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে গিয়েছেন। কিন্তু সুনীল গাভাসকর(Sunil Gavaskar) কিন্তু একেবারেই চমকে যাননি। তাঁর মন্তব্য অনুযায়ী এমন একটা আঁচ নাকি অনেকদিন ধরেই পাচ্ছিলেন তিনি। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সুনীল গাভাসকর।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। সেই তালিকায় বিরাট কোহলির(Virat Kohli) পৌঁছনোর জন্য বাকি ছিল মাত্র ৭৭০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টে সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যেতেই পারতেন তিনি। কিন্তু তার আগেই সব শেষ। টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। যদিও গাভাসকর মনে করছেন নির্বাচকদের সঙ্গে কথাবার্তা বলেই হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “বিরাট কোহলির এই সিদ্ধান্তে আমি একেবারেই হতবাক হইনি। কারুর খেলা বা না খেলার সিদ্ধান্তটা একান্তই তাঁর নিজস্ব। তবে আমি সাপ্রাইজ হইনি। তার কারণ অস্ট্রেলিয়ায় যা হয়েছিল তারপর দলে যে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে সেটা বুঝতেই পেরেছিলাম। সেই কারণে একেবারেই হতবাক হইনি আমি”।

অস্ট্রেলিয়ার কাছে তাদের ঘরের মাঠে বিশ্রী হার। সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া রোহিত শর্মার(Rohit Sharma) এবং এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারা। এসব নিয়ে ক্রিকেট মহলে কম আলোচনা হয়নি। সুনীল গাভাসকর কিন্তু মনে করছেন রোহিত এবং বিরাট কোহলি(Virat Kohli) সকলের সঙ্গেই নানান আলোচনা করেছেন।

গাভাসকর আরও জানিয়েছেন, “অবশ্যই আমার মনে হয় তাদের দুজনের সঙ্গেই নানান আলোচনা হয়েছে। কারণ কেউই এটা চাইবে না তাদের দুজনের মতো ক্রিকেটারকে দল থেকে বসানো হোক। কেউই এটা টাইতে পারে না। এমনভাবেই তাদের মতো দুই ক্রিকেটারের টেস্ট বিদায় জানানোটাই হয়ত সকলে চেয়েছিলেন। তারা এই বিদায়ের সঙ্গেই একটা বার্তাও বিশ্বকে দিয়ে গেলেন যে যা করার তা হয়ে গিয়েছে”।

বিরাট কোহলিকে নিয়ে এখনও ক্রিকেট মহলে চর্চা থামছে না। প্রাক্তন, বিশেষজ্ঞ সব বিরাট ভক্তরাও বেশ বিষন্ন। কিন্তু বিরাট কোহলি এখন টেস্টের মঞ্চে প্রাক্তন ক্রিকেটার।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version