Thursday, May 15, 2025

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বি আর গভাই (CJI B R Gavai)। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (former CJI Sanjeev Khanna) অবসর গ্রহণের পরে তিনি দেশের ৫২ তম প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ (Narendra Modi) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও।

রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি পদে বি আর গভাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে তিনি সামনের সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ( former CJI Sanjeev Khanna) সঙ্গে হাত মেলান। উপস্থিত পরিবারে সদস্যদের সঙ্গে হাত মেলালেও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে।

প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই জন্মসূত্রে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতির বাসিন্দা। সেই সূত্রে ১৯৮৫ সালে তিনি বম্বে হাইকোর্টে প্রথমবার আইনজীবী হিসাবে পথ চলা শুরু করেন। ১৯৯২ সালে তিনি নাগপুর বেঞ্চে সহকারি সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত হন। নাগপুর বেঞ্চেই ২০০০ সালে তিনি সরকারি আইনজীবী নিযুক্ত হন। ২০০৩ সালে তিনি প্রথমবার বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতির পদে বসেন। বম্বে হাইকোর্টেই বিচারপতি হিসাবে নিযুক্ত হন ২০০৫ সালে। তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি হিসাবে প্রথমবার নিযুক্ত হন ২০১৯ সালে।

বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের পরই সুপ্রিম কোর্টে নিজের বেঞ্চে মামলা শোনেন সিজেআই বি আর গভাই। বিচারপতি অগাস্টিন জর্জ মাসির সঙ্গে ডিভিশন বেঞ্চে একটি মামলা এদিন শোনেন তিনি।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version