Friday, November 14, 2025

বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

Date:

Share post:

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষ করে বিরাট কোহলি কেন এমনভাবে অবসর নিলেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এসবের মাঝেই বিরাট ও রোহিত শর্মাকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই(BCCI)। টেস্ট এবং টি টোয়েন্টি থেকে সরে গেলেও বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড-এ+(A+) ক্যাটাগরিতেই থাকছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

সামনেই রয়েছে ইংল্যান্ড সিরিজ। কিন্তু তার আগেই সকলকে চমকে দিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। টেস্ট ফর্ম্যাট থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। বোর্ড বিরাটকে শেষপর্যন্ত বোঝানোর চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি। নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে।

কিন্তু তাদের জন্যই কার্যত নিয়মের বিপরীতে হাঁটতে চলেছে বিসিসিআই(BCCI)। বার্ষিক চুক্তির গ্রেড-এ+ ক্যাটাগরিতেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রাখছে বিসিসিআই। দুই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার পর এমন দুজনের জন্য নিজেদের পলিসিও বদলে ফেলতে চলেছে বোর্ড। ভারতীয় ক্রিকেটের জন্য সন্প্রতি রোহিত এবং বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। সদ্য রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল।
কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী একমাত্র যে ক্রিকেটার তিন ফর্ম্যাটে খেলবেন সেই সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকবেন।

টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই সেই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) নতুন সাইকেল শুরু হওয়ার আগেই টেস্ট থেকেও সরে গেলেন তারা। তবুও এ প্লাস ক্যাটাগরিতেই থাকছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বোর্ড সূত্রে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে।

এই মুহূর্তে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের সঙ্গে এ+ ক্যাটাগরিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...