Thursday, December 25, 2025

বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

Date:

Share post:

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষ করে বিরাট কোহলি কেন এমনভাবে অবসর নিলেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এসবের মাঝেই বিরাট ও রোহিত শর্মাকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই(BCCI)। টেস্ট এবং টি টোয়েন্টি থেকে সরে গেলেও বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড-এ+(A+) ক্যাটাগরিতেই থাকছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

সামনেই রয়েছে ইংল্যান্ড সিরিজ। কিন্তু তার আগেই সকলকে চমকে দিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। টেস্ট ফর্ম্যাট থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। বোর্ড বিরাটকে শেষপর্যন্ত বোঝানোর চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি। নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে।

কিন্তু তাদের জন্যই কার্যত নিয়মের বিপরীতে হাঁটতে চলেছে বিসিসিআই(BCCI)। বার্ষিক চুক্তির গ্রেড-এ+ ক্যাটাগরিতেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রাখছে বিসিসিআই। দুই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার পর এমন দুজনের জন্য নিজেদের পলিসিও বদলে ফেলতে চলেছে বোর্ড। ভারতীয় ক্রিকেটের জন্য সন্প্রতি রোহিত এবং বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। সদ্য রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল।
কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী একমাত্র যে ক্রিকেটার তিন ফর্ম্যাটে খেলবেন সেই সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকবেন।

টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই সেই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) নতুন সাইকেল শুরু হওয়ার আগেই টেস্ট থেকেও সরে গেলেন তারা। তবুও এ প্লাস ক্যাটাগরিতেই থাকছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বোর্ড সূত্রে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে।

এই মুহূর্তে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের সঙ্গে এ+ ক্যাটাগরিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...