Friday, May 16, 2025

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

Date:

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে চারজন গা ঢাকা দিয়েছিল কলকাতায়। বেঙ্গালুরু সিটি পুলিশ(Bengaluru City Police) এবার কলকাতায়(Kolkata) হানা দিয়ে সেই চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করল। মঙ্গলবার আনন্দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে পারল না পুলিশ কারণ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি ছিল। এর ফলেই বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেয় আদালত।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বেঙ্গালুরু(Bengaluru) এবং আমদাবাদের একাধিক থানায় সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের নাম রঞ্জিত আর এস, জোয়েল জিবরাজ কর্কড়া, আকারন আর নাথান এবং আশিস রবীন্দ্র নাথান। বেঙ্গালুরু পুলিশ এর আগেও এই ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। এরপর বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে একটি হোটেলে অভিযুক্তরা উঠেছিল। পরে কলকাতাতেই তারা পাকাপাকিভাবে থাকতে শুরু করে।

উল্লেখ্য, কিছুদিন আগেই তারা আনন্দপুর থানা এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। তাদের বিরুদ্ধে একাধিক সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা মূলত বেঙ্গালুরু এবং আমদাবাদের বাসিন্দাদের টার্গেট করেই নিজেদের কার্যসিদ্ধি করত। গ্রেফতারের পর বুধবার দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। কিন্তু গ্রেফতারি পরোয়ানা এবং অ্যারেস্ট মেমোতে ত্রুটি থাকায় বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেন বিচারক। বিচারক অভিযুক্ত চারজনকে ২ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেন। আপাতত পুলিশ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি সংশোধনের কাজ করছে।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version