Saturday, August 23, 2025

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

Date:

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে আপাতত আগামী ৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) বলেন, প্রতি জেলায় পুলিশকর্মীর সংখ্যা কম। মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম আছে। তাই আপাতত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়। পাল্টা জবাব দেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও (Kalyan Banerjee)।

এদিন আদালত রাজ্যের দিকে আঙ্গুল তুলে পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে মন্তব্য করলে পাল্টা জবাব দেন সাংসদ- আইনজীবী কল্যাণ বলেন, গোটা দেশে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কম। তা নাহলে কাশ্মীরের পহেলগামের ঘটনা (Pahelgam Terror Attack) ঘটত না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণের কথাও জানান তিনি। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুপ্রিম আদালতে এই সংক্রান্ত যে মামলা হয়েছে সেখানে শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছেন মুর্শিদাবাদে এমন কিছু ঘটেনি যার জন্য সিট (SIT)গঠন করতে হবে। সেই পর্যবেক্ষণও মনে রাখা দরকার বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র। এদিন কেন্দ্রের তরফে হাইকোর্টে জেলায় অশান্তি নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, আদালত নির্দেশ দিলে তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা। যদিও সব রিপোর্ট দেখে রাজ্য প্রশাসনের কাজের প্রশংসা করেছেন বিচারপতি সেন। আগামী ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version