Tuesday, August 26, 2025

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না করার জন্য টিম কুককে প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের সাধারণত অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও এয়ারপড তৈরি করা হয়। এবার থেকে এই ধরনের গ্যাজেট ভারতে তৈরি না করার জন্য মার্কিন সংস্থাকে পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমানে সৌদিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই ভারতে অ্যাপলের বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের।

বেশ কিছুদিন ধরে ভারতে অ্যাপলের নতুন কারখানা খোলার জল্পনা শোনা যাচ্ছিল। গত মাসেই শোনা গিয়েছিল অ্যাপেলের সিইও টিম কুক বলেছেন যে আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ভারতে তৈরি। কিন্তু এবার ট্রাম্প বললেন, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে। তিনি টিম কুককে স্পষ্ট বলেন, “আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।” এদিন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গও উঠে আসে। তাঁর দাবি, ভারত থেকে নাকি নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা! যদিও ভারতের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি। যেভাবে ভারত – পাক সংঘর্ষের আবহে মধ্যস্থতার মাধ্যমে দুদেশে শান্তি ফেরানোর কৃতিত্ব জাহির করেছেন ট্রাম্প, বাণিজ্য না করার হুমকি দিতেই শত্রুদেশকে প্রত্যাঘাত করা থেকে পিছিয়ে এসেছে মোদি সরকার, তারপর এভাবে ভারতে অ্যাপলের ব্যবসা বন্ধ হওয়ায় ফের ট্রাম্পের দুমুখো চরিত্র সামনে এসে গেল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version