Thursday, May 15, 2025

অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও পরিস্কারভাবে কিছু জানানো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) তরফে। তবে জশ হেজেলউড(Josh Hazlewood) যে আসছেন তা কার্যত পাকা। এই মুহূর্তে আইপিএলে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের হয়ে ডেথ ওভারে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই অজি তারকা। আইপিএল(IPL) পূণরায় শুরু হওয়ার পর তাঁকে না পাওয়া গেলে যে আরসিবির কাছে সেটা বড় ধাক্কা হতে চলেছিল তা বলার অপেক্ষা রাখে না।

আরসিবির হয়েছে শেষ ম্যাচে খেলতে পারেননি হেজেলউড(Josh Hazlewood)। কাঁধে চোট থাকার জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরই ভারত-পাক সমস্যার জন্য আইপিএল(IPL) স্থগিত। অন্যান্য বিদেশিদের মতো জশ হেজেলউডও দেশে ফিরে যান। এরপর থেকেই শুরু হয়েছিল গুঞ্জনটা। আগামী ১৭ মে থেকে ফের শরু হবে আইপিএল। সেখানেই হেজেলউড আসবেন কিনা দেখা দিয়েছিল ঘোর সংশয়।

কারণ অনেক অজি ক্রিকেটাররাই দেশ থেকে ফিরতে চাইছিলেন না। প্রথমে শোনা গিয়েছিল জশ হেজেলউডও নাকি ফিরতে চাইছিলেন না। এরপর থেকেই তাঁকে আনার জন্য চেষ্টা শুরু হয়েছিল আরসিবির তরফে। শেষপর্যন্ত আরসিবির চেষ্টাই সফল হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিচ্ছেন এই অজি তারকা পেসার।

এবারের আইপিএলের(IPL) সাফল্যের পিছনে অন্যতম নেপথ্য কারিগড় জশ হেজেলউড। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স আরসিবিকে(RCB) বারবার কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়েছে। এখনও পর্যন্ত ১০ ম্যাচে ১৮টি উইকেটও তুলে নিয়েছেন জশ হেজেলউড। আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন তিনি। তবে কেকেআরের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কিনা সেটাই দেখার।

Related articles

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...

আইপিএলের শেষ দুটো ম্যাচে নাইট শিবিরে নেই মইন আলি, রভম্যান পাওয়েল

বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই...

রাইমার ‘পার্টনার’ খুঁজছেন মা! মেয়ের একাকীত্ব নিয়ে চিন্তায় মুনমুন

অভিনেত্রী রাইমা সেনের (Raima Sen)জন্য 'সঙ্গী' খুঁজছেন তাঁর মা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই শোনা গেছে মুনমুন সেনের...

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...
Exit mobile version