Thursday, May 15, 2025

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

Date:

Share post:

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো পথেই আন্দোলনের ঝড় উঠেছে তামিল ইন্ডাস্ট্রিতে। অবিচারের শিকার হয়ে টেকনিশিয়ানরা প্রতিবাদে মুখর হয়েছেন। নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে অসহযোগিতার পথে হাঁটার সিদ্ধান্তও নিয়েছেন।
বুধবার তামিলনাড়ুতে এই মর্মে সুসংহত আন্দোলন গড়ে তোলেন সর্বভারতীয় স্তরের টেকনিশিয়ানরা। এই মর্মে টেকনিশিয়ানদের পূর্বাঞ্চলীয় শাখার সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বিশেষ বার্তা দেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, এআইএফইসি-র সকল সদস্যদের কাছে আমি একযোগে অনুরোধ করছি, আমরা আরও শক্তিশালী, সুসংহত আন্দোলন গড়ে তুলতে পারি যাতে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রতিটি টেকনিশিয়ান এবং কর্মীর অধিকার রক্ষা হয়। আসুন আমরা একসঙ্গে আওয়াজ তুলি। সংঘাত নয়, সম্মিলিত সংকল্পের মাধ্যমে পর্দার পিছনে পরিশ্রমকারী প্রতিটি ব্যক্তির মর্যাদা, সম্মান এবং ন্যায়বিচার আদায় করে নিই।

 

Together, I urge to the all members of AIFEC, we can forge a stronger, more cohesive movement that champions the rights and welfare of every technicians and worker in the film and television industry.
Let us raise our voice, not in conflict, but in collective resolve – to seek dignity, respect and justice for every individual who toils behind the scenes to bring magic to the screen.
Swarup Biswas

Posted by Swarup Biswas on Wednesday, May 14, 2025

বুধবার এক বার্তায় স্বরূপ জানান, এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। এফসিটিডব্লুইআই-এর পক্ষ থেকে এই অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। আমাদের লক্ষ্য প্রতিটি কর্মীর স্বার্থে ঐক্য ও বৃহত্তর সংহতি গড়ে তোলা এবং সময়োপযোগী ও অপরিহার্য হয়ে ওঠা। এফইএফএসআই-এর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লেখেন, আমি নিশ্চিত করছি যে আমরা এআইএফইসি-র ব্যানারে আমরা একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।উল্লেখ্য, টেকনিশিয়ানদের ন্যায্য অধিকার খর্ব করা ও বঞ্চনা করা, ন্যায্য মজুরি না দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে তামিল ছবির তিন প্রযোজনা সংস্থার বিরূদ্ধে। তাদের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয় টেকনিশিয়ানদের এই প্রতিবাদ সভায়। তামিল ছবির টেকনিশিয়ানদের ডাকে এই সভায় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স-এর সভাপতি স্বরূপ বিশ্বাস। বাংলায় প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে টেকনিশিয়ানদের প্রতি বঞ্চনা, এমনকী মামলা করে সমস্যা তৈরি করা-সহ একাধিক অভিযোগ উঠেছিল। এই জাতীয় অভিযোগ রয়েছে কর্নাটক-সহ আরও কয়েকটি রাজ্যেও। তা নিয়ে দেশে টেকনিশিয়ানদের সাতটি আঞ্চলিক ফেডারেশনের কর্তারা চলতি মাসের শেষে অথবা জুনের প্রথমে বৈঠকে বসতে চলেছেন।

 

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...