Wednesday, January 14, 2026

জঙ্গি মদতকারী পাকিস্তানের কাছে কেন পারমাণবিক অস্ত্র? শ্রীনগরে প্রশ্ন রাজনাথের

Date:

Share post:

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে শ্রীনগরে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) হওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। পহেলগামের ঘটনার পর তিনি জানিয়েছিলেন পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হবে। সেইমতো পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে, যদিও সেই সবই প্রতিহত করতে পেরেছে দেশের সেনা। এরপর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ। অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানানোর পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন। তিনি বলেন, “ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় অভিযান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যাব। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।” পাশাপাশি পাকিস্তানের মতো জঙ্গি মদতকারী দেশের কাছে কেন পারমাণবিক অস্ত্র থাকবে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিরক্ষামন্ত্রী।

দুই দেশের সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। বৃহস্পতিবার সেই জায়গাগুলি ঘুরে দেখেন রাজনাথ। ‘অপারেশন সিন্দুর’-এর পর প্রথমবারের মতো উপত্যকা সফরে রাজনাথ সিং শ্রীনগরে সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দফতর পরিদর্শন করেন এবং সেনা সদস্যদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপর জওয়ানদের উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে রাজনাথ বলেন , “আজ শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে একটা প্রশ্ন করতে চাই। দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত মানসিকতাসম্পন্ন কোনও দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা কি আদৌ নিরাপদ? আমার মনে হয় IAEA-র (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি) উচিত পাকিস্তানের সমস্ত পারমাণবিক অস্ত্রের উপর নজর রাখা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকি আর মোটেও মেনে নেবে না ভারত। রাজনাথ এদিন জানিয়েছেন, অপারেশন সিন্দুরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান করেছে ভারত। পাকিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। জঙ্গিদের নির্মূল করতে ভারত এর শেষ দেখে ছাড়বে।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...