২০২৬-এর নির্বাচনের আগেই তৃণমূলের (TMC) সাংগঠনিক পদে বড়সড় রদবদল। বেশ কয়েকটি জায়গায় জেলা সভাপতিকে সরিয়ে কোর কমিটি গঠন করা হল। রাজ্যে সাধারণ সম্পাদক পদেও আনা হল নতুন দুজনকে। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো সেই তালিকা প্রকাশ করেছে তৃণমূল (TMC)। এই রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, দলের তরফে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল। এই মধ্যে উল্লেখ যোগ্য হল, কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) জেলার চেয়ারপার্সন করা হয়েছে। একটি কোর কমিটি গঠন করা হয়েছে। বীরভূমের জেলা সভাপতি পদ নেই। সেখানেই কাজ করবে কোর কমিটি।

অনুব্রত মণ্ডল জেলে থাকার সময় বীরভূমে দলীয় কাজ পরিচালনার জন্য কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই ধাঁচেই এবার কলকাতা উত্তরেও জেলা সভাপতি পদ খালি রেখে তৈরি করা হল কোর কমিটি। ৯ সদস্যের এই কোর কমিটিতে আছেন,

- শশী পাঁজা
- নয়না বন্দ্যোপাধ্যায়
- অতীন ঘোষ
- পরেশ পাল
- সুপ্তি পাণ্ডে
- স্বর্ণকমল সাহা
- স্বপন সমাদ্দার
- জীবন সাহা
- বিবেক গুপ্ত
চেয়ারপার্সন করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর ২০২২ সালে জেলা সংগঠনের কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ফেরার পরও কোর কমিটিই কাজ চালাচ্ছিল। সেই কোর কমিটিই আরও সম্প্রসারিত করা হল। তবে বীরভূমেও জেলা সভাপতির পদ শূন্য। তার বদলে সাত সদস্যের কমিটি কাজ করবে। রয়েছেন,

- অনুব্রত মণ্ডল
- অভিজিৎ সিনহা
- আশিস বন্দ্যোপাধ্যায়
- চন্দ্রনাথ সিনহা
- বিকাশ রায়চৌধুরী
- সুদীপ্ত ঘোষ
- কাজল শেখ
হাওড়াতেও জেলা সভাপতি বদল করা হল। হাওড়া গ্রামীণের জেলা সভাপতি ছিলেন অরুণাভ সেনকে সরানো না হলেও হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। কল্যাণ ঘোষের পরিবর্তে গৌতম চৌধুরীকে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি পদ কর হয়েছে। হাওড়া সদরে চেয়ারম্যান পদে রয়েছেন মন্ত্রী অরূপ রায়।
আরও খবর:ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে।
–

–

–

–

–

–

–

–

–

–

–