Thursday, August 21, 2025

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

Date:

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা পায়নি মোদি সরকার। তার থেকেও বড়, পাকিস্তানের নিন্দা এই ইস্যুতে প্রায় কোনও দেশই করেনি, আন্তর্জাতিক সংস্থাগুলিও করেনি। এবার তাই ভারতই পাকিস্তানের (Pakistan) নিন্দা প্রচারে নামছে। দলমত নির্বিশেষে সাংসদরা যাবেন পাক বিরোধী প্রচারে।

পাকিস্তানকে বিশ্বমঞ্চে নিচু দেখানোর কোনও পথ হাতছাড়া করতে চায় না মোদী সরকার। তাই এবার দেশের সব রাজনৈতিক দলের সাহায্য চাওয়া হল পাক বিরোধী প্রচারের জন্য। কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে এনডিএ (NDA) জোটের সব দল। সেইসঙ্গে বিজেডি (BJD), কংগ্রেসসহ (Congress) বড় বিরোধী দলগুলিও।

চলতি মাসের ২২-২৩ তারিখে পাকিস্তান বিরোধী প্রচার অভিযান শুরু করতে চলেছে ভারত। তার জন্য সাংসদদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু দেশে সাংসদ প্রতিনিধিরা গিয়ে কূটনৈতিক স্তরে কীভাবে পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, তার বিবরণ তুলে ধরবেন। জুন মাসের প্রথম সপ্তাহেই এই সফর সম্পূর্ণ হবে।

সাংসদদের প্রতিটি দলে ৫ থেকে ৬ জন সাংসদ থাকবেন। এর মধ্যে বিজেপির সাংসদরা যেমন থাকবেন, তেমনই থাকবেন বিরোধী দলের (opposition parties) প্রতিনিধিরাও। ভারত সরকারের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য তুলে ধরা হবে তার খসড়াও রওনা দেওয়ার আগেই পেয়ে যাবেন সংসদরা।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version