Wednesday, November 12, 2025

বিজেপি জমানায় বেকারত্ব বাড়ল ৫ শতাংশ! প্রকাশ্যে ভাঁওতাবাজি

Date:

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল এই সার্বিক বেকারত্বের (unemployment) হার প্রকাশে। এই রিপোর্টে স্পষ্ট যুব সমাজের মধ্যে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে।

সম্প্রতি মাসিক বেকারত্বের হার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইমতো এপ্রিলের কাজের বাজারের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ বা পিএলএফএসের রিপোর্ট, সার্বিক বেকারত্বের হার (unemployment rate) হয়েছে ৫.১ শতাংশ। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে কর্মহীনতা (unemployment) সবথেকে বেশি ১৩.৮ শতাংশ। আর সবথেকে বেশি উদ্বেগজনক, শহরাঞ্চলে বেকারত্বের হার। শহরাঞ্চলে বেকারত্ব ১৭ শতাংশ পেরিয়েছে। সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ১২.৩ শতাংশ।

শ্রম বাজারের এই সমীক্ষাটি প্রকাশ করে কেন্দ্র দাবি করেছে, কত জন নিয়োগের যোগ্য হয়েও বেকার, তাতে নজরদারি ও পদক্ষেপ করার জন্যই এই চেষ্টা। কিন্তু তারপরও তোপের মুখে কেন্দ্র। কারণ কেন্দ্র কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তাবায়িত করেনি। তার ফলেই বেকারত্ব বেড়েছে। শহরে সুযোগ-সুবিধা বেশি থাকা সত্ত্বেও একাংশ রোজগার (earning) করতে চেয়েও পারছেন না। এর আগে ২০১৬-১৭ সালে ফাঁস হয়ে যাওয়া পরিসংখ্যান দেখিয়েছিল দেশে বেকারত্বের হার (unemployment rate) ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি।

গত মাসের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যে বেকারত্ব ১৪.৪ শতাংশ। তাদের মধ্যে শহরে কাজ না পাওয়ার হার ২৩.৭ শতাংশ, গ্রামে ১০.৭ শতাংশ। আর পুরুষদের ক্ষেত্রে ১৫-২৯ বছরের ক্ষেত্রে কর্মহীন ১৩.৬ শতাংশ। শহরে ১৫ শতাংশ, গ্রামে ১৩ শতাংশ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version