Saturday, May 17, 2025

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল এই সার্বিক বেকারত্বের (unemployment) হার প্রকাশে। এই রিপোর্টে স্পষ্ট যুব সমাজের মধ্যে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে।

সম্প্রতি মাসিক বেকারত্বের হার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইমতো এপ্রিলের কাজের বাজারের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ বা পিএলএফএসের রিপোর্ট, সার্বিক বেকারত্বের হার (unemployment rate) হয়েছে ৫.১ শতাংশ। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে কর্মহীনতা (unemployment) সবথেকে বেশি ১৩.৮ শতাংশ। আর সবথেকে বেশি উদ্বেগজনক, শহরাঞ্চলে বেকারত্বের হার। শহরাঞ্চলে বেকারত্ব ১৭ শতাংশ পেরিয়েছে। সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ১২.৩ শতাংশ।

শ্রম বাজারের এই সমীক্ষাটি প্রকাশ করে কেন্দ্র দাবি করেছে, কত জন নিয়োগের যোগ্য হয়েও বেকার, তাতে নজরদারি ও পদক্ষেপ করার জন্যই এই চেষ্টা। কিন্তু তারপরও তোপের মুখে কেন্দ্র। কারণ কেন্দ্র কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তাবায়িত করেনি। তার ফলেই বেকারত্ব বেড়েছে। শহরে সুযোগ-সুবিধা বেশি থাকা সত্ত্বেও একাংশ রোজগার (earning) করতে চেয়েও পারছেন না। এর আগে ২০১৬-১৭ সালে ফাঁস হয়ে যাওয়া পরিসংখ্যান দেখিয়েছিল দেশে বেকারত্বের হার (unemployment rate) ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি।

গত মাসের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যে বেকারত্ব ১৪.৪ শতাংশ। তাদের মধ্যে শহরে কাজ না পাওয়ার হার ২৩.৭ শতাংশ, গ্রামে ১০.৭ শতাংশ। আর পুরুষদের ক্ষেত্রে ১৫-২৯ বছরের ক্ষেত্রে কর্মহীন ১৩.৬ শতাংশ। শহরে ১৫ শতাংশ, গ্রামে ১৩ শতাংশ।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version