Thursday, August 21, 2025

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল এই সার্বিক বেকারত্বের (unemployment) হার প্রকাশে। এই রিপোর্টে স্পষ্ট যুব সমাজের মধ্যে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে।

সম্প্রতি মাসিক বেকারত্বের হার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইমতো এপ্রিলের কাজের বাজারের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ বা পিএলএফএসের রিপোর্ট, সার্বিক বেকারত্বের হার (unemployment rate) হয়েছে ৫.১ শতাংশ। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে কর্মহীনতা (unemployment) সবথেকে বেশি ১৩.৮ শতাংশ। আর সবথেকে বেশি উদ্বেগজনক, শহরাঞ্চলে বেকারত্বের হার। শহরাঞ্চলে বেকারত্ব ১৭ শতাংশ পেরিয়েছে। সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ১২.৩ শতাংশ।

শ্রম বাজারের এই সমীক্ষাটি প্রকাশ করে কেন্দ্র দাবি করেছে, কত জন নিয়োগের যোগ্য হয়েও বেকার, তাতে নজরদারি ও পদক্ষেপ করার জন্যই এই চেষ্টা। কিন্তু তারপরও তোপের মুখে কেন্দ্র। কারণ কেন্দ্র কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তাবায়িত করেনি। তার ফলেই বেকারত্ব বেড়েছে। শহরে সুযোগ-সুবিধা বেশি থাকা সত্ত্বেও একাংশ রোজগার (earning) করতে চেয়েও পারছেন না। এর আগে ২০১৬-১৭ সালে ফাঁস হয়ে যাওয়া পরিসংখ্যান দেখিয়েছিল দেশে বেকারত্বের হার (unemployment rate) ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি।

গত মাসের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যে বেকারত্ব ১৪.৪ শতাংশ। তাদের মধ্যে শহরে কাজ না পাওয়ার হার ২৩.৭ শতাংশ, গ্রামে ১০.৭ শতাংশ। আর পুরুষদের ক্ষেত্রে ১৫-২৯ বছরের ক্ষেত্রে কর্মহীন ১৩.৬ শতাংশ। শহরে ১৫ শতাংশ, গ্রামে ১৩ শতাংশ।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version