Thursday, November 6, 2025

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

Date:

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে আসার কথা জনি দিয়েলেন উইল জ্যাকস(Will Jacks)। আইপিএলের(IPL) প্লে অফের দৌড়ে এখনও রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। সেই পরিস্থিতিতেই উইল জ্যাকসের মুম্বইয়ে আসার খবর যে হার্দিক পান্ডিয়ার দলকে অনেকটাই স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। মুম্বহই ইন্ডিয়ান্স শেষপর্যন্ত প্লে অফে জায়গা পাকা করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এবারের আইপিএলে শুরুটা ভালভাবে না করতে পারলেও, সময় যত এগিয়েছে মুম্বই ইন্ডয়ান্স ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষ করে রোহিত শর্মা ফর্মে ফেরার পর। ব্যাট হাতে সেভাবে মুম্বই ইন্ডয়ান্সের হয়ে বাল পারফরম্যান্স দেখাতে না পারলেও উইল জ্যাকস(Will Jacks) কিন্তু অসাধারণ অল রাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন এবার। প্লেঅফের পথে তাঁকে যে মুম্বইয়ের প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না।

আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পরই দেশে ফিরে যান বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা। ভারত-পাক সীমান্তে অশান্তির জেরেই আইপিএল স্থগিত করে দিয়েছিল বিসিসিআই। যদিও সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই ফের শুরু হচ্ছে আইপিএল। আগামী ১৭ মে থেকে আরম্ভ হবে ক্যাশ রিচ লিগ। কিন্তু সেখানেই বেশিরভাগ বিদেশিদের পাচ্ছে না অনেক ফ্র্যাঞ্চাইজি।

বিশেষ করে অস্ট্রেলিয়া এবং প্রোটিয়া ক্রিকেটাররাই ফিরতে পারছেন না। কারণ সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া। সেই কারণেই এই দুই দেশের ক্রিকেটাররা আইপিএলের বাকি ম্যাচ খেলতে ফিরছেন না।

উইল জ্যাকসকে নিয়েও শুরু হয়েছিল নানান হিসাব নিকাশ। তাঁর আসা ঘিরেও জল্পনা শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েই নিজের ফেরার কথা জানিয়েছেন উইল জ্যাকস।

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে ১৯৫ রানের পাশাপাশি পাঁচ উইকেটও রয়েছে উইল জ্যাকসের। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে তাঁর যোগদান যে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version