গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ ভবনের সামনেই পোস্টার সাঁটিয়ে নীতিকথা গল্প বলার নামে পোস্টার হাতে ছাত্র-ছাত্রীদের (Student) অবস্থানের সামনে চেয়ারে বসালেন বিক্ষোভকারীরা। ঘটনায় নিন্দা সব মহলে। শুধু তাই নয়, পরে তাদের দিয়ে মিছিলও করানো হয়। ঘটনায় নিন্দা সব মহলে।

গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে অবস্থান করছেন ২০১৬-র SSC-র শিক্ষকশিক্ষিকারা। ১৫ মে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখায় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়। তার পর থেকেও ফের অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

এদিন নিজের আন্দোলনে ক্ষুদে পড়ুয়াদের (Student) সামিল করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে পোস্টার সেঁটে গল্প বলার আসরের নামে ছাত্র-ছাত্রীদের হাতে পোস্টার দিয়ে বসিয়ে দেন তাঁরা। দশের লাঠি একের বোঝা-সহ বিভিন্ন নীতি কথার গল্পের ছলে নিজেদের আন্দোলনের সমর্থনের বার্তা ঘুরিয়ে দেন শিক্ষক-শিক্ষিকারা। এর পর রীতিমতো নিজেদের দাবি খুদে পড়ুয়াদের মুখে বসিয়ে স্লোগান দেওয়ান তাঁরা। আবার, সেই কাজের জন্য তাদের চকোলেট-পেনও দেওয়া হয়।
আরও খবর: নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

দেশের শীর্ষ আদালত জানিয়েছিল কোনও আন্দোলনে সামিল করা যাবে না নাবালক-নাবালিকাদের। এমনকী ভোটের প্রচারের শিশু বা স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। তার পরেও এই ধরনের বিক্ষোভ সমাবেশে প্ল্যাকার্ড, পোস্টার হাতে সামিল করা হল তা নিয়ে নিন্দা বিভিন্ন মহলে।

–

–
–

–

–

–

–

–

–

–
