পাক পতাকায় লাগাম শহরে! একগুচ্ছ নির্দেশিকা জারি সিপি মনোজ ভার্মার

Date:

Share post:

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে যাতে পাকিস্তানি পতাকার (Pakistani flag) কারণে কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক কলকাতা পুলিশ। সেই সঙ্গে ওয়াকফ আন্দোলন (WAQF Act protest) নিয়েও কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলিতে জারি হল একগুচ্ছ নির্দেশিকা।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP) থানাগুলির জন্য জারি করলেন একগুচ্ছ নির্দেশিকা যা মূলত আগাম সতর্কতামূলক। সেখানে পাকিস্তানের পতাকা তৈরি নিয়ে নজরদারি ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোথায় পাকিস্তানের পতাকা (Pakistani flag) তৈরি হয়, কোনও ছাপাখানায় পতাকা ছাপার কাজ হলে তা নিয়ে তথ্য সংগ্রহ করবে কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলি। সেই সঙ্গে এই পতাকার ক্রেতা কে বা কারা, তা নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফে ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী আন্দোলন নিয়ে অশান্তি ছড়ানো নিয়েও বার্তা দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে থানাগুলিকে। যে সব এলাকায় আগে ওয়াকফ বিরোধী আন্দোলন হয়েছিল সেই সব এলাকার থানাগুলিকে হাই অ্যালার্টে (high alert) রাখা হয়েছে। পুলিশ আধিকারিকদের গোপণ সূত্রে খবর সংগ্রহে জোর দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (Manoj Verma, CP)। যাতে কোনওভাবেই ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্তি না ছড়াতে পারে তা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

spot_img

Related articles

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...