Saturday, August 23, 2025

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে যাতে পাকিস্তানি পতাকার (Pakistani flag) কারণে কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক কলকাতা পুলিশ। সেই সঙ্গে ওয়াকফ আন্দোলন (WAQF Act protest) নিয়েও কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলিতে জারি হল একগুচ্ছ নির্দেশিকা।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP) থানাগুলির জন্য জারি করলেন একগুচ্ছ নির্দেশিকা যা মূলত আগাম সতর্কতামূলক। সেখানে পাকিস্তানের পতাকা তৈরি নিয়ে নজরদারি ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোথায় পাকিস্তানের পতাকা (Pakistani flag) তৈরি হয়, কোনও ছাপাখানায় পতাকা ছাপার কাজ হলে তা নিয়ে তথ্য সংগ্রহ করবে কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলি। সেই সঙ্গে এই পতাকার ক্রেতা কে বা কারা, তা নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফে ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী আন্দোলন নিয়ে অশান্তি ছড়ানো নিয়েও বার্তা দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে থানাগুলিকে। যে সব এলাকায় আগে ওয়াকফ বিরোধী আন্দোলন হয়েছিল সেই সব এলাকার থানাগুলিকে হাই অ্যালার্টে (high alert) রাখা হয়েছে। পুলিশ আধিকারিকদের গোপণ সূত্রে খবর সংগ্রহে জোর দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (Manoj Verma, CP)। যাতে কোনওভাবেই ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্তি না ছড়াতে পারে তা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version