Monday, May 19, 2025

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে যাতে পাকিস্তানি পতাকার (Pakistani flag) কারণে কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক কলকাতা পুলিশ। সেই সঙ্গে ওয়াকফ আন্দোলন (WAQF Act protest) নিয়েও কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলিতে জারি হল একগুচ্ছ নির্দেশিকা।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP) থানাগুলির জন্য জারি করলেন একগুচ্ছ নির্দেশিকা যা মূলত আগাম সতর্কতামূলক। সেখানে পাকিস্তানের পতাকা তৈরি নিয়ে নজরদারি ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোথায় পাকিস্তানের পতাকা (Pakistani flag) তৈরি হয়, কোনও ছাপাখানায় পতাকা ছাপার কাজ হলে তা নিয়ে তথ্য সংগ্রহ করবে কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলি। সেই সঙ্গে এই পতাকার ক্রেতা কে বা কারা, তা নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফে ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী আন্দোলন নিয়ে অশান্তি ছড়ানো নিয়েও বার্তা দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে থানাগুলিকে। যে সব এলাকায় আগে ওয়াকফ বিরোধী আন্দোলন হয়েছিল সেই সব এলাকার থানাগুলিকে হাই অ্যালার্টে (high alert) রাখা হয়েছে। পুলিশ আধিকারিকদের গোপণ সূত্রে খবর সংগ্রহে জোর দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (Manoj Verma, CP)। যাতে কোনওভাবেই ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্তি না ছড়াতে পারে তা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

Related articles

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...
Exit mobile version