Monday, August 25, 2025

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করতে হল তাদের। অভিযোগ প্রশাসনিক অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাঁকে সাতদিনের সময় দিয়েছে বিএমসি, নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য।

একাধিক অবৈধ নির্মাণ নিয়ে মুম্বই তথা মহারাষ্ট্রে বিরোধীরা সরব হওয়ার পরই একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বিএমসি (BMC)। সেই নজরদারিতেই এপর্যন্ত ১৩০ টি অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তার মধ্যে মাধ আইল্যান্ড এলাকায় সম্প্রতি পাঁচটি বাড়ি ভেঙেও দেওয়া হয়।

সপ্তাহখানেক আগে মালাড (Malad) এলাকার এরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দির এলাকায় তদন্তে গিয়েই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণ নজরে আসে বিএমসি-র (BMC)। উপযুক্ত অনুমতি ছাড়াই সেখানে একটি একতলা বাড়ি, একটি একতলার কাঠামো ও দুটি অস্থায়ী ইটের কাঠামো নির্মাণ করেছিলেন মিঠুন, অভিযোগ কর্তৃপক্ষের। এছাড়াও সেখানে তিনটি অস্থায়ী কাঠ, কাঁচের কাঠামো, এসি শিট রাখার অভিযোগ তোলা হয়।

ইতিমধ্যেই একাধিক নির্মাণকে ভুয়ো কাগজের মাধ্যমে তৈরি বলে অভিযোগ তুলেছে বিএমসি (BMC)। মিঠুন চক্রবর্তীর নির্মাণের ক্ষেত্রে যথাযথ অনুমতি নেই বলেই অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কেন তিনি এমন নির্মাণ করেছেন, সেই উত্তর দিতে হবে সাতদিনের মধ্য়ে। যদিও মিঠুনের দাবি, তিনি কোনও অবৈধ নির্মাণ করেননি। যথাযথ উত্তর তিনি বিএমসি-কে পাঠিয়েছেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version