Tuesday, May 20, 2025

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষ্মীকান্ত মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করে নাম তুলেলেন গর্বের তালিকায়। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবলের এই সাফল্যে খুশি তাঁর পরিবার থেকে শুরু করে গোটা পুলিশ প্রশাসনে।

পূর্ব মেদিনীপুরের তমলুকের মধুরি গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত (Lakhsmikanta Mandol)। পাহাড় ভ্রমণের নেশা থেকেই পর্বতারোহণের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এবার বাস্তব হল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি রওনা দেন অভিযানে। অভিযানের পরিকল্পনা ও রুটম্যাপের দায়িত্বে ছিল Pioneer Adventure নামক একটি সংস্থা। সোমবার লক্ষ্মীকান্তের এভারেস্ট সামিট সফল হওয়ার খবর প্রথমে জানানো হয় কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায়। তবে ভারতীয়দের মধ্যে ছিলেন গীতা সামোতাও। অভিনন্দন জানানো হয় দৃষ্টিহীন নেপালি পর্বতারোহী ছোনজিন আংমো-কেও।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র ব্যাটালিয়নের সদস্য শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডলকে আমার আন্তরিক অভিনন্দন, আজ সকাল à§®:৩০ মিনিটে সফলভাবে তিনি এভারেস্ট আরোহণ করেছেন।”

লক্ষ্মীকান্তের এই সাফল্যের পরে সোমবারই তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আবজল আবরার-সহ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক প্রতিনিধি দল পৌঁছে যায় তাঁর বাড়িতে। সেখানেই লক্ষ্মীকান্তের বাবা-মাকে সংবর্ধনা জানানো হয়। তুলে দেওয়া হয় ফুলের তোড়া ও স্মারক উপহার। তমলুকের এসডিপিও আবজল আবরার বলেন, “লক্ষ্মীকান্তের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। শুধুমাত্র নিজের নয়, গোটা পুলিশ বিভাগের মুখ উজ্জ্বল করেছেন লক্ষ্মীকান্ত । তাঁর পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতে আরও অনেকে যাতে নিজেদের কর্মক্ষেত্রের বাইরেও রাজ্য ও দেশের গর্ব হন, সেই অনুপ্রেরণা দেবে লক্ষ্মীকান্তের এই কৃতিত্ব।”

Related articles

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...
Exit mobile version