Monday, November 3, 2025

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি, তিনি জানান, মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হবে। এছাড়া, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, স্কাইওয়াক-সহ বিভিন্ন শিল্পোন্নয়নে রাজ্যের বরাদ্দর কথা জানান মমতা।

বাংলার উন্নয়নে উত্তরের জেলায় শিল্পে জোয়ার আনতে এদিন শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করা হয়। যেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি এবং উদ্যোগপতিরা উপস্থিত আছেন এবং উত্তরবঙ্গের শিল্পায়নে বিকাশ ঘটানোর প্রচেষ্টায় চলছে বৈঠক। এদিনের সামিটে ইথানল কারখানা, মাখনা, ভুট্টা প্রক্রিয়াকরণ, পর্যটন, চা শিল্পের আরও সম্প্রসারণ, শিল্পতালুক সহ কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, উত্তরায়নের বিপরীতে ১০ একর জমিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (Convention Centre) বিভিন্ন সম্মেলন, প্রদর্শনী, এবং অন্যান্য বড় আকারের অনুষ্ঠানের জন্য বেশ উপযোগী হতে পারে। বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর সদস্যরা তাদের অনুষ্ঠান বা ব্যক্তিগত প্রচার করতে পারে।  কনভেনশন সেন্টারগুলি সাধারণত কয়েক হাজার অংশগ্রহণকারীর জন্য যথেষ্ট স্থান প্রদান করে। এটি উত্তরায়নকে আরও উন্নত ও আধুনিক করতে সাহায্য করবে।

এর সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ- এই ৬টি জায়গা থেকে প্রতিদিন দিঘার উদ্দেশে রওনা দেবে ভলভো বাস।

শিল্পস্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পের জন্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী জুলাইয়েই জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়ে যাবে। এজন্য রাজ্যের ব্যয় হয়েছে ৫০১ কোটি টাকা। উত্তরবঙ্গের মানুষকে যেন কথায় কথায় না কলকাতায় যেতে হয়, তাই এই ব্যবস্থা করা হচ্ছে। ১২ জুলাই সম্ভবত উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।”
আরও খবরটেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

এর পাশাপাশি, বাগডোগরার পাশে ৪ একর জমিতে হোটেল, ডব্লিউবিএসআইডিসিএল-এর চারটি শিল্প উদ্বোধন, ৫ কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরে স্কাই ওয়াক, কোচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ৫ একর জমিতে ফ্লিপকার্টের গোডাউন বড় শপিংমল তৈরিতে বিনামূল্যে ১০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version