Monday, May 19, 2025

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

Date:

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব দেবজিত সাইকিয়া(Devajit Saikia)। সোমবার সকাল থেকেই একটি খবর হঠাৎ করে ঘুরতে শুরু করেছে। শোনা যাচ্ছিল বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ(Asia Cup) থেকে নাম তুলে নিতে চলেছে। এই নিয়েই এবার মুখ খুললেন বোর্ড সচিব। এসিসির সঙ্গে এমন ধরণের কোনও কথা তো হয়ইনি। শুধু তাই নয় এই খবর একেবারে ভিত্তিহীন বলেই মনে জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব সাইকিয়া(Devajit Saikia)।

সোমবার সকাল থেকে হঠাত্ই শোনাযায় এসিসির প্রধান পাক মন্ত্রী হওয়ার কারণে নাকি এবার এশিয়া কাপ না খেলার পথে বিসিসিআই। আগামী মাসে হতে চলা মহিলাদের ইমার্জিং এশিয়া কাপও নাকি বয়কট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কার্যত ক্রিকেট মহলে এই নিয়ে হৈচৈ শুরু পড়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই জল্পনাতে এবার জল ঢাললেন বোর্ড সচিব। সম্প্রতি এসিসির কোনও প্রতিযোগিতা নিয়ে বোর্ড কিছুই ভাবছে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গ এখন বোর্ডের মূল লক্ষ্য হল আইপিএলকে যথাযথভাবে শেষ করা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেবজিৎ সাইকিয়া(Devajit Saikia) জানিয়েছেন, “এদিন সকাল থেকেই আমাদের নজরে একটি খবর আসে যে বিসিসিআই নাকি এশিয়া কাপ এবং আসন্ন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ করবে না। এই খবরের কোনওরকম সত্যতা নেই। শুধু তাই নয় এসিসির প্রতিযোগিতা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকমের সিদ্ধান্তের জন্য আলোচনা পর্যন্ত বিসিসিআইয়ে হয়নি। এমনকি এসিসিকে চিঠি দেওয়া, এমনও কোনও ঘটনা হয়নি”।

এই মুহূর্তে বোর্ডের(BCCI) প্রধান লক্ষ্যই হল আইপিএলকে সূষ্ঠুভাবে পরিচালনা করা। সেইসঙ্গে সামনেই রয়েছে ইংল্যান্ডেপ বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। এই দুই প্রতিযোগিতা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ নিয়ে এই খবর যে একেবারেই ভিত্তিহীন তা বলতে কোনও দ্বিধা নেই বোর্ড সচিবের।

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version