Thursday, August 21, 2025

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

Date:

Share post:

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের অর্থ দফতর। সম্প্রতি একটি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ৩১ মে-র মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই টাকা ফেরত পাঠাতে হবে।

অর্থ দফতর সূত্রে জানা গেছে, প্রতিবছর বিভিন্ন দফতরকে নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও অনেক সময় সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করে এলএফ বা পিএল ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা হয়। কোথাও কোথাও এই অর্থ ফিক্সড ডিপোজিটে রেখে তার থেকে সুদ আয় করে অন্য খাতে খরচ করার নজিরও রয়েছে। এই প্রবণতা রুখতে রাজ্য সরকার ২০১৭ সাল থেকেই একাধিকবার নির্দেশিকা জারি করলেও এবারে তা আরও জোরালো করা হয়েছে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, ২০০০ সালের মার্চ বা তার আগের সময় থেকে পড়ে থাকা অব্যবহৃত অর্থ নির্দিষ্ট ফর্ম্যাটে তথ্য-সহ ফেরত পাঠাতে হবে

তবে বিধায়ক ও সাংসদের তহবিল, আরআইডিএফ প্রকল্প এবং জমি কেনার জন্য বরাদ্দ অর্থ এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থ দফতর জানিয়েছে, ফেরত পাওয়া এই অর্থ অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। কোনও দফতর যদি মনে করে, নির্দিষ্ট খাতে ওই অর্থ রাখা অত্যাবশ্যক, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে অনুমোদন নিতে হবে অর্থ দফতরের কাছ থেকে। অনুমোদন ছাড়া টাকা আটকে রাখলে তা জোরপূর্বক আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার অনাবশ্যক অর্থ আটকে থাকার প্রবণতা বন্ধ করে তা যথাযথ কাজে ব্যবহার করার রাস্তায় হাটতে চাইছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন – এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...