Thursday, August 28, 2025

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

Date:

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের অর্থ দফতর। সম্প্রতি একটি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ৩১ মে-র মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই টাকা ফেরত পাঠাতে হবে।

অর্থ দফতর সূত্রে জানা গেছে, প্রতিবছর বিভিন্ন দফতরকে নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও অনেক সময় সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করে এলএফ বা পিএল ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা হয়। কোথাও কোথাও এই অর্থ ফিক্সড ডিপোজিটে রেখে তার থেকে সুদ আয় করে অন্য খাতে খরচ করার নজিরও রয়েছে। এই প্রবণতা রুখতে রাজ্য সরকার ২০১৭ সাল থেকেই একাধিকবার নির্দেশিকা জারি করলেও এবারে তা আরও জোরালো করা হয়েছে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, ২০০০ সালের মার্চ বা তার আগের সময় থেকে পড়ে থাকা অব্যবহৃত অর্থ নির্দিষ্ট ফর্ম্যাটে তথ্য-সহ ফেরত পাঠাতে হবে

তবে বিধায়ক ও সাংসদের তহবিল, আরআইডিএফ প্রকল্প এবং জমি কেনার জন্য বরাদ্দ অর্থ এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থ দফতর জানিয়েছে, ফেরত পাওয়া এই অর্থ অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। কোনও দফতর যদি মনে করে, নির্দিষ্ট খাতে ওই অর্থ রাখা অত্যাবশ্যক, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে অনুমোদন নিতে হবে অর্থ দফতরের কাছ থেকে। অনুমোদন ছাড়া টাকা আটকে রাখলে তা জোরপূর্বক আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার অনাবশ্যক অর্থ আটকে থাকার প্রবণতা বন্ধ করে তা যথাযথ কাজে ব্যবহার করার রাস্তায় হাটতে চাইছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন – এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version