Tuesday, November 18, 2025

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

Date:

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের অর্থ দফতর। সম্প্রতি একটি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ৩১ মে-র মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই টাকা ফেরত পাঠাতে হবে।

অর্থ দফতর সূত্রে জানা গেছে, প্রতিবছর বিভিন্ন দফতরকে নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও অনেক সময় সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করে এলএফ বা পিএল ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা হয়। কোথাও কোথাও এই অর্থ ফিক্সড ডিপোজিটে রেখে তার থেকে সুদ আয় করে অন্য খাতে খরচ করার নজিরও রয়েছে। এই প্রবণতা রুখতে রাজ্য সরকার ২০১৭ সাল থেকেই একাধিকবার নির্দেশিকা জারি করলেও এবারে তা আরও জোরালো করা হয়েছে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, ২০০০ সালের মার্চ বা তার আগের সময় থেকে পড়ে থাকা অব্যবহৃত অর্থ নির্দিষ্ট ফর্ম্যাটে তথ্য-সহ ফেরত পাঠাতে হবে

তবে বিধায়ক ও সাংসদের তহবিল, আরআইডিএফ প্রকল্প এবং জমি কেনার জন্য বরাদ্দ অর্থ এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থ দফতর জানিয়েছে, ফেরত পাওয়া এই অর্থ অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। কোনও দফতর যদি মনে করে, নির্দিষ্ট খাতে ওই অর্থ রাখা অত্যাবশ্যক, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে অনুমোদন নিতে হবে অর্থ দফতরের কাছ থেকে। অনুমোদন ছাড়া টাকা আটকে রাখলে তা জোরপূর্বক আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার অনাবশ্যক অর্থ আটকে থাকার প্রবণতা বন্ধ করে তা যথাযথ কাজে ব্যবহার করার রাস্তায় হাটতে চাইছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন – এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version