Wednesday, May 21, 2025

অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে, পিছিয়েই চলেছে দল নির্বাচন

Date:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজে নামবে ভারত(India Test Team)। হাতে আর মাত্র ৩১ দিন সময় রয়েছে। কিন্তু এখনও দল নির্বাচন(Team Selection) করতে পারেনি ভারত। দল ঘোষণার সময় ক্রমশই পিছোতে শুরু করেছে। এবার শোনাযাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে হতে পারে ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা। শেষপর্যন্ত কিন্তু কেন এতটা দেরী হচ্ছে তা নিয়েই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় দল নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় দলের অধিনায়ক কে হবেন এবং বিরাট কোহলির জায়গায় চার নম্বরে কে খেলবেন তা নিয়েই এখন চলছে নানান হিসাব। বিশেষ করে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তাই এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতীয় দলের নির্বাচকরা। আর সেটাই নাকি দল ঘোষণার পিছনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

প্রথমে ২০ মে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার দিন হিসাবে। কিন্তু মাঝে আইপিএল(IPL) স্থগিত হয়ে যাওয়ার ফলে সেই তারিখও পিছিয়ে যায়। শোনাযাচ্ছে ২০ থেকে নাতি ২৩ মে-তে চলে গিয়েছিল দল নির্বাচনের সেই দিন। কিন্তু এখন শোনাযাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে নাকি হতে পারে ভারতীয় দল নির্বাচন। নির্বাচকদের চিন্তা এখন একটাই। ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন। ঋষভ পন্থ(Rishabh Pant) এবং শুভমন গিলের(Shubman Gill) নাম নিয়ে নাকি আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে।

কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না নির্বাচকরা। তাড়াহুড়ো করতে নারাজ তারা। অন্যদিকে আবার সিরিজের সময়ও এগিয়ে আসছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...
Exit mobile version