Tuesday, May 20, 2025

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ নির্বাসিত দিগবেশ রাঠি

Date:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। সেইসঙ্গে আবার শাস্তিও পেলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) তরুণ সেনসেশন দিগবেশ রাঠি(Digvesh Rathi)। আইপিএলের(IPL) নিয়ম ভেঙে এক ম্যাচ নির্বাসিত ও ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই তুরুণ ক্রিকেটারের। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবং অভিষেককে আউট করার সেলিব্রেশন এমন ছিল তাতেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আইপিএলের নিয়ম ভাঙায় শাস্তি পেতে হয়েছে দিগবেশকে। শাস্তি পেয়েছেন অভিষেক শর্মাও।

এবারের আইপিএলের শুরু থেকেই শিরোনামে আছেন লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ বোলার দিগবেশ রাঠি(Digvesh Rathi)। তার কারণ হল তাঁর উইকেট নেওয়ার পর সেলিব্রেশন। দিগবেশের নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবারের আইপিএলের শুরু থেকেই সকলকে চমকে দিয়েছে। সকলকে যেমন চমকে দিয়েছিল এই সেলিব্রেশন। তেমন সমালোচনার সামনেও ফেলেছিল এই নোটবুক সেলিব্রেশন।

এই সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে দুবার নির্বাসিত হয়েছিলেন। ফের একবার সেই একই শাস্তি পেলেন দিগবেশ রাঠি। সেইসঙ্গে তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি-ও কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এদিন অভিষেক শর্মাকে আউট করার পরই সেই নোটবুক সেলিব্রেশন করেন দিগবেশ। এরপরই আবার অভিষেককে লক্ষ্য করে নানান অঙ্গভঙ্গিও করেন তিনি। আর তাতেই নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি অভিষেক শর্মা।

মাঠেই ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছে। কিন্তু এমন ঘটনা কখনোই বর্দাস্ত করে না বোর্ড। সেই কারণেই দিগবেশকে বড় শাস্তি তারা দিয়েছে। এক ম্যাচ নির্বাসিত হওয়ার মানে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না দিগবেশ রাঠি। খানিকটা হলেও চিন্তা বাড়াল লখনউ সুপার জায়ান্টসের(LSG)।

Related articles

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...

কেন্দ্রের মিথা প্রতিশ্রুতি! চা-শ্রমিকদের জন্য পরিষেবার ডালি মুখ্যমন্ত্রীর

ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় বিজেপি। তারপর সব ভাঁওতা। উত্তরবঙ্গের চা বাগান নিয়েও বিজেপির এক নেতা বলেছিলেন,...

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ! ক্লোজ বরানগর থানার ASI-সিভিক ভলান্টিয়ার 

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ। ভিডিও ভাইরাল। অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ বারাকপুর কমিশনারেটের। ঘটনায় অভিযুক্ত বরানগর থানার এক এএসআই...
Exit mobile version