Thursday, August 21, 2025

ভাঙা পা জোড়া লাগাতে এসে গোড়ালি খুইয়ে বসলেন প্রৌঢ়। বিহারের (Bihar) ভেঙে পড়া ডবল ইঞ্জিন প্রশাসনের হাতে স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তা তুলে ধরল রাজধানীর প্রধান মেডিক্যাল কলেজ। অসুস্থ রোগীর পা খেয়ে নিল ইঁদুর (rat)। এর আগে এই হাসপাতালেই মৃতদেহের চোখ খেয়ে নিয়েছিল ইঁদুর। তারপরেও যে নীতীশ প্রশাসন এতটুকু জনস্বাস্থ্য নিয়ে সচেতন হয়নি, তারই প্রমাণ দিল পাটনা (Patna) হাসপাতালের এই ঘটনা।

পাটনার বাসিন্দা অবোধেশ কুমার ভাঙা পা নিয়ে পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে (NMCH) ভর্তি হন। চিকিৎসার জন্য তাঁকে ২১ দিন ধরে হাসপাতালে থাকতে হয়। আচকমাই এক রাতে ঘুম ভেঙে তিনি দেখেন তাঁরা আহত পায়ের তলায় রক্ত ভেসে যাচ্ছে। দ্রুত কর্তব্যরত নার্সদের খবর দিলে তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তখনই জানা যায় তার দুটি গোড়ালিই (toes) ইঁদুরে (rat) খেয়ে নিয়েছে।

এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় রোগীদের মধ্যে। যদিও নিজেদের গাফিলতি ঢাকতে রোগী ও তাদের পরিজনের উপরই দোষ চাপাতে ব্যস্ত হাসপাতাল প্রশাসন। তাঁদের দাবি, রোগীরাই ওয়ার্ড ও হাসপাতালের চারিদিকে খাবার ছড়িয়ে নোংরা করে। সেই কারণেই ইঁদুরের উপদ্রব।

হাসপাতাল কর্তৃপক্ষের এহেন অজুহাতের পরে নীতীশ কুমারের ডবল ইঞ্জিন সরকারকে এক হাত নিতে ছাড়েননি আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, নালন্দা হাসপাতালেই (NMCH) মাসখানেক আগে একটি মৃতদেহের চোখ খেয়ে নিয়েছিল ইঁদুর। স্বাস্থ্য ব্যবস্থা লালু প্রসাদ যাদবের প্রশাসন যে উচ্চতায় নিয়ে যাওয়া শুরু করেছিল, তাকেই নীতীশ কুমার কোন জায়গায় নামিয়ে এনেছেন, এই ঘটনা তারই প্রমাণ, দাবি তেজস্বীর।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version