Wednesday, May 21, 2025

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ! ক্লোজ বরানগর থানার ASI-সিভিক ভলান্টিয়ার 

Date:

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ। ভিডিও ভাইরাল। অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ বারাকপুর কমিশনারেটের। ঘটনায় অভিযুক্ত বরানগর থানার এক এএসআই ও সিভিক ভলান্টিয়ার-কে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে খবর।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর পণ্য্বাহী গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি করার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যখন এই কাণ্ড তিনি ঘটনাচ্ছেন তখন গাড়িতে বসেছিলেন বরানগর থানার এএসআই। ঘটনাটি মোবাইল ক্যামেরায় তোলেন পিঙ্কু মিত্র নামে এক সমাজকর্মী। সেই ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয় ৷ ভিডিও-র সত্য্তা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’।

বাগুইআটির বাসিন্দা সমাজকরিমী পিঙ্কু মিত্র এক সহকর্মীকে নিয়ে বিমানবন্দরের দিক থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর তাঁর নজর পড়ে, পণ্যইবাহী লরি দাঁড় করিয়ে বেআইনিভাবে টাকা তুলছে পুলিশ। এই কারণে অনেক গাড়ি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ পিঙ্কুর। একটি লরির ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। গাড়ি থেকে নেমে ক্ষুব্ধ পিঙ্কু ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ভিডিও-তে দেখা যাচ্ছে, সিভিক ভলান্টিয়ার কান্নাকাটি শুরু করে দেন। গাড়িতে বসে থাকা এএসআই-কে তোলাবাজির সব টাকা পকেট থেকে বের করতে বলেন পিঙ্কু। হাতজোড় করে ক্ষমা চান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও এএসআই ।

এই ভিডিও ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। বারাকপুর কমিশনারেট কড়া পদক্ষেপ করে। বারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, “সিভিক ভলান্টিয়ার এবং বরানগর থানায় এক এএসআই-কে ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।” তদন্তে দোষ প্রমাণিত হলে বরখাস্ত করা হতে পারে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – এবার দুয়ারে সুফল বাংলা! মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু ১০টি ভ্রাম্যমান গাড়ি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...
Exit mobile version